ফাইনালে উঠে নয়, শিরোপা জিতে উদযাপন করতে চায় হায়দরাবাদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার
৮ ঘন্টা আগে
প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। যদিও শাহবাজ আহমেদের অলরাউন্ড নৈপুণ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি জিতে ফাইনালে উঠেছে হায়দরাবাদ। আপাতত কোনো উদযাপন করতে চায় না দলটি। ফাইনাল জিতেই উদযাপন করতে চায় তারা।
ম্যাচটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শাহবাজ। ব্যাট হাতে ১৮ বলে ১৮ রানের ইনিংস খেলেন তিনি। ৩৪ বলে ৫০ রান করা হেনরিখ ক্লাসেনকে যোগ্য সঙ্গই দিয়েছেন এই অলরাউন্ডার।

এরপর বোলিংয়ে ২৩ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শাহবাজ। প্রথমে ২১ বলে ৪২ রান করা ইয়াশভি জায়সাওয়ালকে ফেরান শাহবাজ। এরপর আসরে রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফর্ম করা রিয়ান পরাগকেও (১০ বলে ৬) ফেরান তিনি।
একই ওভারে অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে ফেরান শাহবাজ। ম্যাচ শেষে এই অলরাউন্ডার জানান ড্রেসিং রুমে সার্বিক পরিস্থিতির গল্প। ফাইনাল জিতে তবেই উদযাপন করার কথা জানান তিনি।
শাহবাজ বলেন, 'আমাকে অধিনায়ক ও কোচ বলেছে অবস্থা বুঝে তারা আমাকে ব্যবহার করবে। আমার ভূমিকা ছিল ব্যাটিংয়ে নিচের দিকে নামা, তারা বলেছিল ধ্বস নামলে আমাকে আগে আগে পাঠানো হবে।'
'আমি যখন ব্যাটিং করছিলাম তখন আভেষ ও সন্দীপের বোলিং দেখে মনে হচ্ছিল উইকেটে বিশেষ কিছু আছে। এরকম একটা ম্যাচে ম্যাচসেরার পুরষ্কার নিয়ে গর্ব হচ্ছে। ক্যাম্পের পরিবেশ খুবই স্বস্তিদায়ক। আমরা কেবল শিরোপা জিতেই উদযাপন করতে চাই। আজ আমরা শুধু আরাম করে কাটাবো।'