বিশ্বকাপে ভারতের উইকেটরক্ষক হিসেবে পান্তকেই এগিয়ে রাখছেন গম্ভীর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ইংল্যান্ড সফরে ইচ্ছেমতো ব্যাট চালানো যাবে না’, পান্তকে সৌরভ
১৮ মার্চ ২৫
ইশান কিশান- লোকেশ রাহুলদের টপকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলে জায়গা করে নিয়েছেন সাঞ্জু স্যামসন এবং ঋষভ পান্ত। দুজন উইকেটরক্ষক শুধুমাত্র ব্যাটার হিসেবেই জাতীয় দলে খেলার সামর্থ্য রাখেন। যদিও ভারতের মতো পারফর্মারদের দলে একজনই খেলতে পারবেন একাদশে। সেক্ষেত্রে স্যামসনের চাইতে পান্তকে এগিয়ে রাখছেন গৌতম গম্ভীর।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১২ ইনিংস খেলে ৬০.৭৫ গড় এবং ১৫৮.৩০ স্ট্রাইক রেটে ৪৮৬ রান করেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যামসন। দলকে বেশ কিছু ম্যাচে জিতিয়েছেন এই উইকেটরক্ষক।

সড়ক দুর্ঘটনার ইনজুরি কাটিয়ে এই আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরা পান্ত খুব একটা পিছিয়ে নেই। সমান ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের রান ৪৪৬। ব্যাটিং গড় ৪০.৫৪ এবং স্ট্রাইক রেট ১৫৫.৪০।
বুমরাহকে ছাড়া খেলা চ্যালেঞ্জ হবে মানছেন জয়াবর্ধনে
৪ ঘন্টা আগে
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গম্ভীর বলেন, 'আমার মনে হয়, দুজনের একজনই কেবল শুরুর একাদশে থাকবে এবং সেটা যে-ই হোক, দলের উচিত তার পাশে থাকা। সম্ভাবনায় দুজনই খুব কাছাকাছি, কাউকে পিছিয়ে রাখা কঠিন। তবে আমি ঋষভকেই বেছে নেব, কারণ সে বাঁহাতি এবং সহজাত মিডল অর্ডার ব্যাটসম্যান। স্যামসন আইপিএলে খেলছে তিন নম্বরে। ভারতীয় দলের টপ অর্ডারে তো জায়গা নেই।'
'ঋষভ পাঁচ-ছয়-সাত নম্বরে ব্যাট করছে। এই পজিশনে ভারতের প্রয়োজন একজন উইকেটরক্ষক ব্যাটার, টপ অর্ডারে কাউকে প্রয়োজন নেই। মিডল অর্ডারে একজন বাঁহাতি থাকলে ডানহাতি-বাঁহাতির ভালো সমন্বয়ের সুযোগও থাকে। তবে ভারতীয় দল যদি মনে করে স্যামসন ছয়-সাত নম্বরেও রান করতে পারে, তাহলে তারা তাকেও বেছে নিতে পারে।'
ভারতের টপঅর্ডারে খেলবেন রোহিত শর্মা, ইয়াশভি জায়সাওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। মিডল অর্ডারে একজন উইকেটরক্ষক ছাড়াও হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডাররা খেলবেন। এ ছাড়া শিভম দুবে, অক্ষর প্যাটেলদের মতো ক্রিকেটাররাও আছেন ভারতের সাইড বেঞ্চে।