promotional_ad

সাউথ আফ্রিকাকে ওভারপারফর্ম করে হারাতে হবে: লিপু

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বেই কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ। নেদারল্যান্ডস এবং নেপালের মতো খর্বশক্তির দল গ্রুপে থাকলেও সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে বলেই বিশ্বাস প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর।


বিশ্বকাপে বাংলাদেশের লড়াই শুরু হবে ৮ জুন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। দুটি ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে খেলবে বাংলাদেশ।



promotional_ad

বিশ্বকাপ দল ঘোষণার দিন নিজের প্রত্যাশার কথা জানিয়ে লিপু বলেন, 'প্রত্যাশা আমাদের অবশ্যই জাতীয় দলের কাছে আছে। আমরা যেন প্রথম রাউন্ড পার করে পরের রাউন্ডে যেতে পারি। দ্বিতীয় রাউন্ডে গেলে সেখান থেকে আরও একটা প্রচেষ্টা থাকবে পরের রাউন্ডে যাওয়ার.. প্রত্যাশা থাকবে।'


আরো পড়ুন

কিংবদন্তি সাকিবের না থাকা নিয়ে ‘পাবলিকলি খোলামেলা’ আলোচনায় লিপুর ‘আপত্তি’

১২ জানুয়ারি ২৫
সাকিব আল হাসান (বামে) ও গাজী আশরাফ হোসেন লিপু (ডানে)

'প্রাথমিক পর্বের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে। আমি বলব দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে বসে থাকবো এটা না। বাস্তবতা হলো প্রথম ম্যাচে দুটো দলই বিশ্বাস করে একে অপরকে হারাতে পারে। এটা খুব চাপের ম্যাচ হবে। সেটা জিতলে পরের তিন ম্যাচের দুটো ম্যাচে জেতার খুব সম্ভাবনা দেখছি।'


শ্রীলঙ্কার বিপক্ষে ৫০-৫০ লড়াই প্রত্যাশা করলেও সাউথ আফ্রিকাকে হারানো কিছুটা কঠিন হবে বলেই মনে করছেন লিপু। তার মতে, সাউথ আফ্রিকাকে হারাতে হলে তাদের গড়পড়তা পারফরম্যান্স অথবা বাংলাদেশের খুব ভালো পারফরম্যান্স করতে হবে।



লিপু আরও বলেন, 'দক্ষিণ আফ্রিকাকে যে হারানো যাবে না এটা না। অবশ্যই আমাদের সঙ্গে ওদের ব্যবধান আছে। ওদের ক্রিকেটাররা দলগতভাবে বা সিঙ্গেলভাবে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে। হয় তাদেরকে বিলো পারফরম বা আমাদের ওভারপারফর্ম করে ওদের হারাতে হবে।'


এই দুটি ম্যাচ শেষ করে বাংলাদেশ চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সেখানেই খেলবে বাংলাদেশ। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball