‘দুটি ভালো ডেলিভারির পর তিনটি খারাপ বল করলে পরিস্থিতি কঠিন হবেই’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাত উইকেটে জিতেছে পাকিস্তান। ব্যাটারদের নৈপুণ্যে শেষ পর্যন্ত জিতে গেলেও ম্যাচটিতে খুবই বাজে পারফর্ম করেন পাকিস্তানের পেসাররা। বাজে পারফরম্যান্সের কারণে তাদের সমালোচনা করেছেন রমিজ রাজা।
পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে ২০ ওভারে সাত উইকেটে ১৯৩ রান তোলে আয়ারল্যান্ড। শেষ তিন ওভারে ৩৯ রান নেন আয়ারল্যান্ডের ব্যাটাররা। ম্যাচে তিন উইকেট নিলেও ৪৯ রান খরচা করেন শাহীন শাহ আফ্রিদি।

কিছুদিন আগে অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির একটি উইকেট নেন, কিন্তু তিনি খরচা করেন ৪৪ রান। সমান একটি উইকেট নিয়ে নাসিম শাহ দেন ৩৬ রান। এদিকে ৩৩ রান খরচায় দুই উইকেট নেন আব্বাস আফ্রিদি। দলের শীর্ষ পেসারদের পারফরম্যান্সে বেশ হতাশ রমিজ।
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে ডাফি
৫০ মিনিট আগে
নিজের ইউটিউভ চ্যানেলে তিনি বলেন, 'তারা আয়ারল্যান্ডের মতো দলকে দুইশ রান দিয়েছে। দেখে মনে হচ্ছে আমাদের বোলাররাই পিছিয়ে ছিল। তারা যদি রিজওয়ান এবং ফখরের ক্যাচটি নিত তাহলে পাকিস্তানের লক্ষ্য অতিক্রম করাটা কঠিন হয়ে যেত। পাকিস্তানের সেরা বোলাররা আয়ারল্যান্ডের বিপক্ষে অনেক রান দিয়েছে।'
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও খারাপ ছিল পাকিস্তানের পেসারদের পারফরম্যান্স। রমিজের মতে, গত বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকেই নিজেদের হারিয়ে খুঁজছেন পাকিস্তানের পেসাররা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিততে হলে পেসারদের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন রমিজ।
পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, 'পাকিস্তানের ভাগ্য এবং সফলতা নির্ভর করবে বোলারদের ওপর। বিশেষ করে পেসারদের পারফরম্যান্সের ওপর। গত বছর ভারত বিশ্বকাপ থেকেই তারা ভুগছে। দুটি ভালো ডেলিভারির পর তিনটি খারাপ বল করলে পরিস্থিতি কঠিন হবেই।'