'আইপিএল ইতিহাসের সবচেয়ে ওভাররেটেড খেলোয়াড় ম্যাক্সওয়েল'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাজে ফর্মের কারণে আইপিএল থেকেই বিরতি নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর আবারও খেলায় ফিরলেও ফর্ম খুঁজে পাননি অস্ট্রেলিয়ার এই ওপেনার। এবারের আইপিএলে ৮ ম্যাচে মোটে ৩৬ রান এসেছে তার ব্যাট থেকে।
বিরতি থেকে ফিরে গুজরাট টাইটান্সের বিপক্ষে বল হাতে একটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। শনিবার গুজরাটের বিপক্ষে ফিরতি দেখায় মাত্র ৪ রান করে আউট হয়েছেন তিনি। এমন ব্যাটিংয়ের পর ম্যাক্সওয়েলকে আইপিএল ইতিহাসের সবচেয়ে ওভাররেটেড খেলোয়াড় আখ্যা দিয়েছেন পার্থিব প্যাটেল।

নিজের এক্স অ্যাকাউন্টে ম্যাক্সওয়েলের সমালোচনা পার্থিব লিখেছেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল...সে আইপিএলের ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড খেলোয়াড়...।’
glenn maxwell….HE IS THE MOST OVERRATED player in the history of ipl…#IPL2024 ….
— parthiv patel (@parthiv9) May 4, 2024
গুজরাটের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বল করেননি ম্যাক্সওয়েল। এই ম্যাচে গুজরাটের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতেই ৯২ রান তুলেছিলেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। এরপর তিন নম্বরে নেমে উইল জ্যাকস আউট হয়ে যান মাত্র ১ রান করে।
এরপর পাতিদার ২ রান করে আউট হলে চাপে পড়ে বেঙ্গালুরু। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে এদিন ব্যর্থ হয়েছেন ম্যাক্সওয়েলও। ফলে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল দলটি। অবশ্য দীনেশ কার্তিক ও স্বপ্নিল সিং মিলে বেঙ্গালুরুকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
এই জয়ের পরও প্লে অফের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে আছে বেঙ্গালুরু। ১১ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে ডু প্লেসির দল। প্লে অফ নিশ্চিত করতে বাকি তিন ম্যাচেই জয়ের বিকল্প নেই তাদের সামনে।