promotional_ad

শেবাগ কোচ হলে দলেই জায়গা পেতেন না অশ্বিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘অশ্বিন বল হাতে নিলে গেইলের পা কাঁপতো’

৮ ঘন্টা আগে
২০১১ সালের ফাইনালে ক্রিস গেইলকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ছবি

এবারের আইপিএলে বল হাতে তেমন কিছুই করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। এর মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছিলেন বোলারদের স্ট্রাইক রেট আইপিএলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এমন মন্তব্যের জন্য অশ্বিনকে ধুয়ে দিলেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক ওপেনার জানিয়ে দিয়েছেন, তিনি কোচ হলে একাদশেই খেলাবেন না অভিজ্ঞ এই স্পিনারকে।


চলতি আইপিএলে ৮ ম্যাচ খেলার সুযোগ হয়েছে অশ্বিনের। পেয়েছেন কেবল দুই উইকেট। বোলিং স্ট্রাইক রেট ৯৩ হলেও ইকোনমি রেট বরাবর ৯ অশ্বিনের। মূলত রান বাঁচানোর দিকে নজর দিয়েছেন এই স্পিন বোলিং অলআউন্ডার। সামর্থ্য থাকার পরও অশ্বিনের মতো একজন বোলারের এমন পারফরম্যান্সে চটেছেন শেবাগ।



promotional_ad

তিনি বলেন, 'চাহাল, কুলদিপের মতো তার যেসব প্রতিদ্বন্দ্বী আছে সবাই উইকেট পাচ্ছে। সে মনে করে যদি সে অফস্পিন করে তাহলে যে কেউ তাকে মারতে পারে। যে কারণে সে ক্যারম বল করে। এখানে এই বলে সে উইকেটও পাচ্ছে না। যদি সে তার অফ স্পিন বা দুসরা'র ওপর ভরসা করতো তাহলে সে আরও উইকেট পেত।'


আরো পড়ুন

স্লো ওভার রেটের কারণে আইপিএলে আর অধিনায়ক নিষিদ্ধ হবেন না

৭ ঘন্টা আগে
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

'কিন্তু ওটা হচ্ছে তার মানসিকতা। আমি যদি কোনও ফ্র্যাঞ্চাইজির মেন্টর বা কোচ হতাম তাহলে আমি এভাবে ভাবতাম না। কেউ যদি উইকেট না নিয়ে রান বাঁচানোর চিন্তা করে সে আমার দলে জায়গা পাবে না।'


আগামী আসরে আইপিএলের মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো দলের ৮০-৯০ ভাগ ক্রিকেটারকে ছেড়ে দেবে। সেক্ষেত্রে মেগা নিলামে নাম লেখাতে পারেন অশ্বিনও। তবে এমন পারফরম্যান্স অব্যাহত রাখলে আগামী আইপিএলে দলই পাবেন না অশ্বিন, ধারণা শেবাগের।



তিনি বলেন, 'তার পরিসংখ্যান যদি ভালো না থাকে, তাহলে পরেরবারের নিলামে তাকে কেউ নাও কিনতে পারে। আপনি যখন কোনও বোলারকে নেন তখন কি সে ২৫-৩০ রান দেবে, এটা ভেবে নেন? নাকি সে আপনাকে উইকেট এনে দেবে বা ২-৩ বার ম্যাচসেরা হবে সেটা ভেবে নেন?'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball