টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২৫
প্রায় এক বছর পর আবারও বাংলাদেশে এসেছে ভারত। ২৩ এপ্রিল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হারমানপ্রীত কৌরের দল। এরপর ডোমেস্টিক ফ্লাইটে সিলেটে পৌঁছায় ভারত নারী দল। বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছরের জুলাইতে বাংলাদেশে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল ভারত নারী দল। সেবার ঘরের মাঠে ভারতকে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে হারিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করে (বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে আরেকটি ম্যাচ টাই হয়েছিল) বাংলাদেশ।

জানা গেছে, আগামী কয়েকদিন দুই দলের অনুশীলন শেষ হওয়ার পর ২৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ৩০ এপ্রিল। দুটি ম্যাচই হবে দিবা-রাত্রির। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে।
সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি হবে যথাক্রমে ২ এবং ৬ মে। এই ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২ টায়। তারপর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৯ মে। এই ম্যাচটিও দিবা-রাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
পাঁচ ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। দেশের মাটিতে এবারই প্রথম দিবা-রাত্রির ম্যাচ খেলছে না বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে নিগার সুলতানার দল।
এদিকে এই সিরিজে আম্পায়ারিংয়ে থাকছেন না তানভীর আহমেদ। গত এই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এমনকি আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন হারমানপ্রীত। বাজে মন্তব্য করে পরবর্তীতে দুই ম্যাচ নিষিদ্ধও হন তিনি।