promotional_ad

বিতর্ক এড়াতে ভারত সিরিজে থাকছেন না আম্পায়ার তানভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ

১ ফেব্রুয়ারি ২৫
ব্যাটিং ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের, ফাইল ছবি

শেষবারের বাংলাদেশ সফরে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরসহ দলটির বেশ কয়েকজন ক্রিকেটারই আম্পায়ারিং নিয়ে অভিযোগ করেছিলেন। অভিযোগের মূল কেন্দ্রে ছিলেন তানভীর আহমেদ। প্রায় এক বছর পর আবারও বাংলাদেশে আসছে ভারত। এবার তানভীর আহমেদকে আম্পায়ারিংয়েই রাখছে না বাংলাদেশ।


গত বছরের জুলাইতে বাংলাদেশে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল ভারত নারী দল। সেবার ঘরের মাঠে ভারতকে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে হারিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করে (বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে আরেকটি ম্যাচ টাই হয়েছিল) বাংলাদেশ।



promotional_ad

সেই সিরিজে ভারতের মেয়েরা বাংলাদেশের আম্পায়ারিং নিয়ে বিস্তর অভিযোগ তুলেছিলেন। এমনকি আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন হারমানপ্রীত। বাজে মন্তব্য করে পরবর্তীতে দুই ম্যাচ নিষিদ্ধও হন তিনি।


হারমনপ্রীতকে আউট দেয়া আম্পায়ার তানভীর আহমেদকে এবার আর দায়িত্বেই রাখছে না বিসিবি। ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, 'আমি মনে করি আসন্ন সিরিজে যদি তাকে (তানভীর) রাখা হয়, তাহলে তিনি ভারতীয় ক্রিকেটারদের টার্গেটে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা তেমনটা চাই না এবং সে কারণে তাকে বাংলাদেশ-ভারত মেয়েদের সিরিজে না রাখার সিদ্ধান্ত নিয়েছি।’


এদিকে আসন্ন এই সিরিজে তানভীরকে না রাখলেও বাংলাদেশ পুরুষ দলের জিম্বাবুয়ে সিরিজে তাকে দায়িত্ব দেয়া হবে বলে জানান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু, ‘হ্যাঁ, তানভীর ভারতীয় মেয়েদের বিপক্ষে হোম সিরিজের অফিসিয়াল তালিকায় নেই। আমরা তাকে জিম্বাবুয়ের বিপক্ষে ছেলেদের অপর হোম সিরিজে যুক্ত করব, দুটি সিরিজই প্রায় একই সময়ে হবে।’



পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারত। কয়েকদিনের অনুশীলন শেষে ২৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ৩০ এপ্রিল। দুটি ম্যাচই হবে দিবা-রাত্রির। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে।


সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি হবে যথাক্রমে ২ এবং ৬ মে। এই ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২ টায়। তারপর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৯ মে। এই ম্যাচটিও দিবা-রাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। পাঁচ ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। দেশের মাটিতে এবারই প্রথম দিবা-রাত্রির ম্যাচ খেলছে না বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে নিগার সুলতানার দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball