promotional_ad

রিশাদের ব্যাটিং ভবিষ্যতের জন্য ভালো হবে: শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার দেয়া ১৭৫ রান তাড়া করতে নেমে ২৪ রানে নেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। নুয়ান থুসারার দারুণ এক স্পেলে ধসে যায় বাংলাদেশের টপ ও মিড অর্ডার। সেখান থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে ২৮ রানে। হারের ব্যবধানটা বাড়তে দেননি রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।


আট নম্বরে নেমে ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন রিশাদ। এর আগে দলের হয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন তিনি। শান্ত মনে করেন রিশাদ এভাবে পারফর্ম করলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভালো হবে। যেহেতু বাংলাদেশ ৬ জন ব্যাটার নিয়ে নিয়মিত খেলছে তাই রিশাদের ব্যাটিং বাড়তি সুবিধা দেবে টাইগারদের।


promotional_ad

সংবাদ সম্মেলনে রিশাদের প্রশংসা করে তিনি বলেন, 'বোলিং খুবই ভালো করেছে কন্ডিশন অনুযায়ী। ব্যাটিংটা দরকার ছিল কারণ এখন আমরা বিশেষজ্ঞ ৬ ব্যাটার নিয়ে খেলছি। সাথে অলরাউন্ডার থাকে। আমার মনে হয় যে যেভাবে ব্যাটিং করেছে এটা ভবিষ্যতের জন্য আমাদের দলের জন্য অনেক ভালো হবে।'


শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারার হ্যাটট্রিকে টপ অর্ডারের ধ্বংস্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশের। এই পেসারের সাইড আর্ম অ্যাকশনের সঙ্গে সুইং মিলে বাংলাদেশের ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ উপহার দিয়েছিল। শান্ত মনে করেন আন্তর্জাতিক পর্যায়ে এমন চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে।


তার ভাষ্য, 'ওর তো অবশ্যই অ্যাকশনটা একটু অন্যরকম আমরা খুব বেশি খেলি না এমন। আগের দুই ম্যাচে পাথিরানাকে ভালোভাবেই সামলেছি। আমার মনে হয় শুরুর দিকে বলটা সুইং ও করছিল। আন্তর্জাতিক পর্যায়ে এরকম চ্যালেঞ্জ মেনে নিতে হবে এবং কীভাবে আমরা আরও ভালো করতে পারি সেটা নিয়ে প্ল্যান করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball