promotional_ad

আইসিসির কাছে রিপোর্ট করে সিদ্ধান্তের অপেক্ষায় শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সৌম্যকে ছোঁয়া হলো না নাইমের

৯ মার্চ ২৫
প্রাইম ব্যাংকের হয়ে ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস খেলেছেন নাইম শেখ, ক্রিকফ্রেঞ্জি

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারকে অনফিল্ড আম্পায়ার আউট দিলেও রিভিউয়ে সেটি পরিবর্তন করেন টিভি আম্পায়ার মাসুদুর রহমান। স্পাইক দেখা যাওয়ার পরও নট আউট দেয়ায় টিভি আম্পায়ারকে নিয়ে বইছে সমালোচনার ভয়। ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে দ্বারস্থ হয়েছে শ্রীলঙ্কা। যদিও গত ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আর ভাবছে না তারা।


ঘটনাটি ঘটে ম্যাচের চতুর্থ ওভারে। বিনুরা ফার্নান্দোর শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন সৌম্য। বল উইকেটকিপারের গ্লাভসে যাওয়ার পর আবেদন করেন শ্রীলঙ্কার ফিল্ডাররা। বল ব্যাটের নিচের অংশে লেগেছে ভাবনায় আম্পায়ার গাজী সোহেল আউটও দিয়ে দেন। তবে তখনই রিভিউ নেন সৌম্য। টিভি রিপ্লেতে দেখা যায় বল যখন ব্যাটের পাশ দিয়ে যাচ্ছিল তখন আল্ট্রা-এজে স্পাইক ভেসে উঠে। যদিও আউট দেননি টিভি আম্পায়ার মুকুল।


promotional_ad

এদিকে অনফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে বলার সময় তিনি জানান, ব্যাট ও বলের মাঝে ফাঁকা (গ্যাপ) দেখেছেন তিনি। যে কারণে অনফিল্ড আম্পায়ারও নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। তবে এমন সিদ্ধান্তে খুশি হতে পারেনি শ্রীলঙ্কা। যে কারণে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে ঘিরে ধরে সফরকারী ফিল্ডাররা। তাতেও শেষ পর্যন্ত কাজ হয়নি।


আরো পড়ুন

গুজরাটে ফিলিপসের বদলি শ্রীলঙ্কার শানাকা

১৮ এপ্রিল ২৫
ফাইল ছবি

সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে শ্রীলঙ্কা দলের সংবাদ সম্মেলনে বলা হয়, 'ওই ম্যাচে যা হয়েছে সেটা হয়েছে। এটা আর ফিরিয়ে আনা যাবে না। আম্পায়ারের ব্যাপারে রিপোর্ট পাঠানো হয়েছে। আমাদের প্রক্রিয়া অনুসরন করতে হচ্ছে। যে যে অ্যাকশন নিতে হবে আমরা নিবো। অবশ্যই তারা ফুটেজ দেখবে। তারা যে অ্যাকশন নেয়ার তা নিবে।'


'আমাদের জন্য কালকের এপিসোড শেষ। এটা পুরোপুরি আইসিসি ব্যাপারে। আমরা তাদের নিয়ন্ত্রণ করি না। তারা আমাদের পক্ষেও বলতে পারে, নাও বলতে পারে। তবে তারা এটা রিভিউ করবে। আমাদের যা করার ছিল, সেটা আমরা করেছি।'


এদিকে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তনের সময় প্রধান কোচ ক্রিস সিলভারউড চতুর্থ আম্পায়ারের দ্বারস্থ হন। এক্স একাউন্টে পোস্ট করে হতাশা প্রকাশ করেছেন দিমুথ করুনারত্নে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা নাভিদ নেওয়াজ তখনই নিশ্চিত করেন, ঘটনাটি নিয়ে তারা আইসিসির কাছে অভিযোগ করবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball