সেঞ্চুরি না পেয়ে আক্ষেপ নেই জুরেলের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাঁচি টেস্টে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে ভারত। এই ম্যাচে ইংল্যান্ডের লড়াকু সংগ্রহের জবাবে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে সেখান থেকে স্বাগতিকদের উদ্ধার করেছেন উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল।
তার ৯০ রানের ইনিংসে ইংল্যান্ডকে বড় লিড পেতে দেয়নি ভারত। এমন ইনিংসের পর সুনীল গাভাস্কার থেকে শুরু করে অনেক সাবেক ক্রিকেটারের বাহবা পেয়েছেন তরুণ এই উইকেটরক্ষক ব্যাটার। তৃতীয় দিনের খেলা শেষে তিনি জানিয়েছেন সেঞ্চুরি না পাওয়ায় কোনো আক্ষেপ নেই তার।

‘আমি যদি আপনাদের (সাংবাদিকদের) সত্যি কথাটা বলি তা হল আমার সত্যি কোনো ধরনের আক্ষেপ নেই। আমার ক্যারিয়ারের এটা প্রথম টেস্ট সিরিজ। আমার মধ্যে একটা বিষয়ই ঘুরছে তা হলো সিরিজ জয়। আমার স্বপ্ন নিজে হাতে এই সিরিজের ট্রফিটা তুলে ধরা। কারণ ছোটবেলা থেকেই আমার যে স্বপ্নটা ছিল তা হল জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলা।’
চলতি সিরিজেই রাজকোটে অভিষেক হয়েছে জুরেলের। সেই ম্যাচে ৪৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। রাঁচিতে আবারও নিজের ব্যাটিং প্রতিভা দেখিয়েছেন তিনি। খেলেছেন ১৪৯ বলে ৯০ রানের ইনিংস।
সেঞ্চুরি না পেলেও ভারতকে লড়াইয়ে রেখেছেন তিনিই। অষ্টম উইকেটে কুলদীপ যাদবকে নিয়ে ৭৬ ও নবম উইকেটে আকাশ দীপকে নিয়ে ৪০ রানের জুটির সুবাদেই ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ৩০৭ রান করতে পেরেছে ভারত।
উইকেটের পেছনেও দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন জুরেল। প্রথম ইনিংসে বেন ডাকেট ও অলি রবিনসনের ক্যাচ নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে জেমস অ্যান্ডারসনের ক্যাচ নিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ করায়ও ভূমিকা ছিল তার। এই ম্যাচে জিততে দ্বিতীয় ইনিংসেও তার দিকে তাকিয়ে থাকবে ভারত।