১২ ম্যাচেই কী রান করবো, সোহানের প্রশ্ন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের সবচেয়ে ধারাবাহিক দল রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে তারা। ব্যাট হাতে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহানও দারুণ ছন্দে আছেন।
খুলনা টাইগার্সের বিপক্ষে ১৩ বলে ৩২*, দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১০ বলে ১৬*, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন তিনি। আরও বেশ কয়েকটি ম্যাচে দলের প্রয়জনে শেষ দিকে নেমে ঝড়ো ইনিংস খেলতে দেখা গেছে তাকে।

যদিও শেষ তিন ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি তিনি। ২, ২ ও ৫ রান করে আউট হয়েছেন সোহান। প্লে অফের আগে নিজের ফর্ম নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন রংপুর দলপতি। সোহান জানিয়েছেন ১২ ম্যাচেই তো রান করতে পারবেন না তিনি। তবে যখনই সুযোগ পান দলের জন্য অবদান রাখার চেষ্টা করেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেন, 'অফ ফর্ম বলতে, ১২ ম্যাচের মধ্যে ১২টিতেই রান করবো? ৫ ম্যাচে যে অবদান রেখেছি দেখেছেন? হয়তো আপনি আমাকে পছন্দ করেন না, না হলে খেলা বোঝেন না।'
'খেলা বুঝলে, আমি যে জায়গায় খেলছি পরিসংখ্যান দেখবেন, দুইশোর উপরে রান করেছি, কোন জায়গায় ব্যাটিং করেছি কী থেকে কী করেছি এটা দেখে প্রশ্ন করা উচিত। সবসময় দলের জন্য অবদান রাখার চেষ্টা থাকে। দল কী চাচ্ছে। সেটা আমি দিতে পারছি কিনা এটাই মূল লক্ষ্য থাকে।'
রংপুর দলে আছেন এক ঝাঁক অলরাউন্ডার। সাকিব আল হাসান, মোহাম্মদ নবি ও জিমি নিশামের মতো তারকা আছেন দলটিতে। এমন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় অধিনায়ক হিসেবে তার কাজ সহজ হয়ে গেছে বলে জানিয়েছেন সোহান।
তিনি বলেন, 'একটা দলে যখন ৭টি বোলিং অপশন থাকে ৮-৯ পর্যন্ত আমাদের ব্যাটিংয়ের গভীরতা আছে। আমরা যেন আমাদের সেরাটা দিতে পারি সেটাই লক্ষ্য। যখন এই রকমের পেশাদার ক্রিকেটার থাকবে তখন অধিনায়কের জন্য আজ আরও সহজ হয়ে যায়।'