promotional_ad

অনুশীলনে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ বল খেলি: সরফরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সরফরাজের সেরা চারে আফগানিস্তান থাকলেও নেই ইংল্যান্ড-সাউথ আফ্রিকা

১৬ ফেব্রুয়ারি ২৫
ফাইল ছবি

বিরাট কোহলি ছুটি নেয়ায় এবং রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলরা ইনজুরিতে ছিটকে পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে জায়গা করে নেন সরফরাজ খান। যদিও এই ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি। ম্যাচের আগেই তিনি জানিয়েছেন কতোটা পরিশ্রম করে জাতীয় দলের পাদপ্রদীপের আলোয় আসা হয়েছে তার।


ভারতের ঘরোয়া ক্রিকেটে বরাবরই পরিচিত মুখ সরফরাজ। প্রথম শ্রেণির ক্রিকেটে রীতিমতো রাজত্ব করেছেন তিনি। ৪৫ ম্যাচে হাঁকিয়েছেন ১৪টি সেঞ্চুরি। তার ব্যাটিং গড় ৬৯.৮৫। রঞ্জি ট্রফিতে গত কয়েক বছর ধরেই রানের ফোয়ারা ছুটছে তার ব্যাটে।


এই টুর্নামেন্টে টানা দুটি মৌসুমে ৯০০ বা এর বেশি করার পর ২০২২ সালের জুনে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে তার ব্যাটিং গড় ছিল ৮২.৮৩। বিভিন্ন পরিসংখ্যান বর্তমানে সামনে আসলেও সরফরাজ জানিয়েছেন এগুলোর নেপথ্যে নিজের পরিশ্রমের কথা।


promotional_ad

সরফরাজ বলেন, 'আমার শক্তি হলো আমি সহজে সন্তুষ্ট হই না। আমি প্রতিদিন ৫০০ থেকে ৬০০ বল খেলি। ম্যাচে যদি ২০০ থে???ে ৩০০ বল খেলতে না পারি, তাহলে মনে হয় আমি কিছুই করিনি। এটা এখন অভ্যাস হয়ে গেছে। সকাল, বিকেল এবং সন্ধ্যায় অনুশীলন। আমি শুধু একটা বিষয়েই অভ্যস্ত, ব্যাটিং আর বল খেলা।'


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

গত মাসে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ভারত 'এ' দল। সেই দলের হয়ে ৯৬ রানের ইনিংস খেলেন সরফরাজ। তারপর সিরিজের প্রথম চার দিনের ম্যাচে হাফ সেঞ্চুরি এবং দ্বিতীয় চার দিনের ম্যাচে ১৬০ বলে ১৬১ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেন তিনি। জায়গা করে নেন টেস্ট দলে।


স্বদেশী বিরাট কোহলি কিংবা সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সরাও অনুপ্রেরণা যোগায় তাকে, 'বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, স্যার ভিভিয়ান রিচার্ডস, এমনকি জাভেদ মিয়াঁদাদের ব্যাটিং দেখি আমি। বাবা বলেন, আমি নাকি তার (মিয়াঁদাদ) মতো ব্যাট করি। জো রুটের ব্যাটিংও দেখি। যারাই সফল হচ্ছে তাদের দেখি এবং শেখার চেষ্টা করি যে তারা কীভাবে সাফল্য পাচ্ছে। মাঠে সেটা কাজে লাগাই।'


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball