promotional_ad

শেষ বিকেলে ভারতের হৃদয় ভাঙলেন হার্টলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টম হার্টলির করা ফ্লাইটেড অফ ব্রেক ডেলিভারিতে সোজা ব্যাটে ডিফেন্স করতে চেয়েছিলেন কেএস ভারত। তবে ব্যাটে লাগাতে পারেননি। বল লেগ স্টাম্পে পিচ করে স্টাম্প ভেঙে দেয়। ফলে অষ্টম উইকেটের পতন হয় ভারতের। আর তাতেই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তার ৫৭ রানের জুটি ভাঙে। এর মধ্যে দিয়েই ক্যারিয়ারের প্রথম টেস্টেই ৫ উইকেটের দেখা পান এই স্পিনার।


পরের ওভারে এসে তিনি ফিরিয়েছেন অশ্বিনকেও। হার্টলির ঝুলিয়ে দেয়া বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন অশ্বিন। নিচু হয়ে আসা বলের লাইন মিস করলে সঙ্গে সঙ্গেই স্টাম্প ভেঙে দেন বেন ফোকস। ফলে ৮৪ বলে ২৮ রান করা অশ্বিনকে ফিরে যেতে হয়।


এরপর দিনের শেষ ওভারে ডাউন দ্য উইকেটে এসে মোহাম্মদ সিরাজ খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন। আর তাতেই ভারতের ইনিংস গুটিয়ে যায় ২০২ রানে। আর ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ২৮ রানে। হার্টলি ৬২ রান দিয়ে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ের নায়ক। একটি করে উইকেট নিয়েছেন জো রুট ও জ্যাক লিচ।


ভারতের মাটিতে ২৩০ বা এর চেয়ে বেশি রান তাড়া জয়ের ঘটনা আছে ৫টি। এর মধ্যে চারটি রেকর্ডই স্বাগতিক ভারতের দখলে। বাকি একটি রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। এই তালিকায় আরেকটি রেকর্ড যোগ করার পথেই ছিল ভারত। অষ্টম উইকেটে ভারতের সঙ্গে অশ্বিনের জুটিতেই জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু এই দুই সেট ব্যাটার ফিরলে ভারতকে জেতাতে ব্যর্থ হয়েছেন বুমরাহ ও সিরাজ।


promotional_ad

ইংল্যান্ডের দেয়া ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি ভারত। তারা দলীয় ৪২ রানের মধ্যেই হারায় দুই ওপেনার ইয়াসভি জায়সাওয়াল ও শুভমান গিলের উইকেট। এরপর দলীয় ৬৩ রানে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত।


সেখান থেকেই অক্ষর প্যাটেলকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন লোকেশ রাহুল। অক্ষর ১৭ রান করে ফিরে গেলে আবারও শুরু হয় ভারতীয় ব্যাটারদের আসা যাওয়া। রাহুল ৪৮ বলে ২২ রান করে ধৈর্য্য হারিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন।


শ্রেয়াস আইয়ার ১৩ ও রবীন্দ্র জাদেজা ২ রান করে ফিরলে ভারতের হারের সন্ধিক্ষণ দেখছিলেন অনেকে। অষ্টম উইকেট জুটিতে ভারতের ইনিংস টেনেছেন কেএস ভারত ও রবিচন্দ্রণ অশ্বিন। এই দুজন ফেরার পর ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়।


এর আগে ১৪৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করেছিলেন ইংলিশ ব্যাটার অলি পোপ। তার সঙ্গে ছিলেন ১৬ রানে অপরাজিত রেহান আহমেদ। রেহান ২৮ রান করে আউট হলে পোপের সঙ্গে তার জুটি ভাঙে ৬৪ রানের। এরপর নতুন ব্যাটার টম হার্টলিকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন পোপ।


এই জুটি থেকে আসে ৮০ রানে। অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে হার্টলির ব্যাট থেকে এসেছে ৩৪ রান। এরপর মার্ক উড শূন্য রানে ফিরে গেলে ইংল্যান্ডের অল আউট হওয়ার শঙ্কা জাগে। পোপের ডাবল সেঞ্চুরি হবে কিনা তা নিয়েও ছিল সংশয়। 


দশম উইকেটে পোপকে সঙ্গ দিতে এসেছিলেন জ্যাক লিচ। হালকা চোটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে হয়েছে তাকে। লিচ নিজের কাজটা বেশ ভালোভাবেই করেছেন তবে পোপ ডাবল সেঞ্চুরি থেকে চার রান দূরে থেকে জসপ্রিত বুমরাহকে রিভার্স সুইপ করতে গেলে ইংল্যান্ডের ইনিংস থেমে যায় ৪২০ রানে।


দ্বিতীয় ইনিংসে ১৬.১ বলে ৪১ রান খরচায় ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার বুমরাহ। আর ২৯ ওভারে ১২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন অশ্বিন। আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২ উইকেট, তবে তাকে খরচা করতে হয়েছে ১৩১ রান।


এর আগে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৪৬ রানে অল আউট হয়েছিল। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ৪২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ১৯০ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে ইংল্যান্ড ৪২০ রানে অল আউট হলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৬১ রানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball