টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ‘ফুটবলের মডেল’ অনুসরণ করতে বলছেন হোল্ডার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হোল্ডারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি: মিরাজ
৫ ফেব্রুয়ারি ২৫
মৃতপ্রায় টেস্ট ক্রিকেটকে বাঁচানো নিয়ে লম্বা সময় ধরে চলছে আলোচনা। এবার সেই আলোচনায় যোগ দিলেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়কের মতে, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে ক্রিকেটারদের পারিশ্রমিকের পাশাপাশি 'ফুটবলের মডেল' অনুসরণ করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আধিক্যতা বেড়েই চলেছে। যার কারণে জনপ্রিয়তা হারাতে বসেছে টেস্ট ক্রিকেট। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের টেস্ট ম্যাচ ছাড়া অন্য দলগুলোর দর্শকও কমে গিয়েছে। যার কারণে টেস্ট ক্রিকেটকে বাঁচানোর আলোচনা চলছে দীর্ঘ সময় ধরেই।

ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি টেস্টে 'ফুটবলের মডেল' অনুসরণ করা যেতে পারে বলে মতামত দিয়েছেন হোল্ডার। ফুটবলে যেমন ক্লাব এবং আন্তর্জাতিক খেলার জন্য আলাদা সময় নির্ধারণ করে দেয়া থাকে, টেস্ট ক্রিকেটের জন্য তেমনটাই চান হোল্ডার।
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট বাঁচানোর একমাত্র উপায় হতে পারে, যদি বছরের একটা সময় টেস্টের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। এতে করে সেরা খেলোয়াড়দের পাওয়া যাবে। এর চেয়ে বড় কথা, তাদের পারিশ্রমিকও যথেষ্ট পরিমাণের হতে হবে।’
‘একটা সময় বের করা দরকার। এমন সময়, যেটা ঘরোয়া লিগের সঙ্গে সাংঘর্ষিক হবে না। আমার মনে হয় ক্রিকেট ফুটবল মডেলে চলে যেতে পারে। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটা সময় নির্দিষ্ট করা থাকবে, আরেকটা সময় নির্দিষ্ট করা থাকবে ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য। হতে পারে এটাই এগিয়ে যাওয়ার মডেল। তবে কে জানে কী হয়?’
ক্রিকেট থেকে যা উপার্জন হয়, সেটির বেশির ভাগ এবং আইসিসির লভ্যাংশ বণ্টন সবই ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড- এই তিনটি দেশকে ঘিরে বেশি হয়ে থাকে। এই দেশগুলোই আবার নিজেদের মধ্যে বেশি টেস্ট খেলে। এভাবে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোর ভবিষ্যৎ দেখছেন না হোল্ডার।
তিনি আরও বলেন, ‘যেভাবে চলছে, এভাবে চলতে থাকলে টেস্ট ক্রিকেট মরে যাবে। এটা দুঃখজনক হলেও সত্যি, বিশেষ করে বর্তমান কাঠামোর কারণে। বিগ থ্রি–ই এখন আইসিসি তহবিলের বেশির ভাগটা পেয়ে থাকে। ওয়েস্ট ইন্ডিজের মতো ছোট ছোট দলগুলোর জন্য এভাবে টিকে থাকা কঠিন।’