কুমিল্লাকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন তাসকিনরা

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন
৮ এপ্রিল ২৫
কাগজে-কলমে অনেকটা পিছিয়ে থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনেই বাজিমাত করেছে দুর্দান্ত ঢাকা। প্রথমবার বিপিএল খেলতে এসেই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দিয়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। কুমিল্লা হারানোয় তাসকিন আহমেদ-শরিফুল ইসলামদের জন্য পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা ঘোষণা করেছে ঢাকার মালিকপক্ষ।
মিরপুরে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দারুণ বোলিংয়ে লিটন দাসকে ফিরিয়ে ঢাকাকে ভালো শুরু এনে দেন চতুরাঙ্গা ডি সিলভা। শুরুতে উইকেট হারালেও জুটি গড়ে তোলেন ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয়। তারা দুজনে মিলে যোগ করেন ১০৭ রান।

হৃদয়ের বিদায়ে ভাঙে তাদের দুজনের শত রানের জুটি। হৃদয় ৪৭ রানের ইনিংস খেলে ফিরলেও ইমরুলের ব্যাট থেকে এসেছে ৬৬ রান। কুমিল্লার শেষের রান আটকে দেন তাসকিন ও শরিফুল। শেষ দুই ওভারে তারা দুজন মিলে নিয়েছেন ৫ উইকেট। যেখানে ২০তম ওভারে শরিফুল হ্যাটট্রিক করেছেন।
‘একার খুশির চেয়ে সবার খুশিটা হলে ভালো হতো’
১৯ ফেব্রুয়ারি ২৪
সহজ লক্ষ্য তাড়ায় ঢাকাকে খুব বেশি ঝুঁকি নেয়ার প্রয়োজন ছিল না। তবে শুরু থেকেই কুমিল্লার বোলারদের ওপর চড়াও হন নাইম শেখ এবং দানুষ্কা গুনাথিলাকা। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১০১ রান। হাফ সেঞ্চুরি করা নাইমের বিদায়ে ভাঙে এই জুটি।
জয়টা সহজ হওয়ার কথা থাকলেও লাসিথ ক্রুসপুল্লে, গুনাথিলাকা, সাইফ হাসানদের বিদায়ে কঠিন হয় সমীকরণ। যদিও জয় হাত ছাড়া হতে দেননি ইরফান শুক্কুর ও অধিনায়ক মোসাদ্দেক। তারা দুজনে মিলে ঢাকার ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। কুমিল্লার মতো চ্যাম্পিয়ন দলকে হারানোয় পুরস্কার পাচ্ছেন ক্রিকেটাররা।
উদ্বোধনী ম্যাচ জিতে টিম হোটেলে গিয়ে কেক কেটে উদযাপন করেন তাসকিন, শরিফুল, মোসাদ্দেকরা। জয় উদযাপনের সময় ক্রিকেটারদের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ঢাকার মালিকপক্ষ। যা পরের ম্যাচগুলোতে ভালো করতে আরও বেশি অনুপ্রাণিত করতে পারে ক্রিকেটারদের।