promotional_ad

ঢাকার সহ-অধিনায়ক হয়ে বাংলাদেশের নেতৃত্বে চোখ তাসকিনের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন

৮ এপ্রিল ২৫
সাদা পোশাকে তানজিম হাসান সাকিব

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকা দলের সহ-অধিনায়কত্ব করবেন তাসকিন আহমেদ। ঢাকা শিবিরে মোসাদ্দেক হোসেন সৈকতের ডেপুটি তিনি। কিছু ধাপ পেরিয়ে সুযোগ পেলে বাংলাদেশ দলের নেতৃত্বও দিতে চান তিনি।


বিপিএলের গত আসরেও ঢাকার হয়ে খেলেছিলেন তাসকিন। সেই আসরে অবশ্য সব ম্যাচে খেলতে পারেননি তিনি। নয়টি ম্যাচ খেলে ৬.০২ ইকোনমি রেটে দশ উইকেট নেন তিনি। সেরা বোলিং ফিগার নয় রান খরচায় চার উইকেট।


গত আসর থেকেই ঢাকার অন্যতম তারকা তাসকিন। যার কারণে আরাফাত সানি ও শরিফুল ইসলামের পাশাপাশি তাকেও রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার তাকে সহ-অধিনায়কের বড় দায়িত্বও দিয়েছে তারা।


promotional_ad

তাসকিন বলেন, 'আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছে, মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়ত প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় সঠিক সময়ে পাওয়া যাবে না। যে দলটা আছে এটাই যদি গুছিয়ে, ইউনিটি নিয়ে খেলতে পারি অবশ্যই ভালো কিছু হবে।'


আরো পড়ুন

বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ

৭ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নিজের নাম লেখার পর মেহেদী হাসান মিরাজ, পিসিবি

ভবিষ্যতে জাতীয় দলে নেতৃত্ব দেয়া নিয়ে তার বক্তব্য, 'জ্বী, অবশ্যই (বাংলাদেশ দলের অধিনায়ক হতে চাই)। কেন না, সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।'


তবে সহ-অধিনায়কত্ব পেলেও সবার আগে তাসকিন একজন পেসার। বোলিংয়ের মূল বিষয়গুলো ঠিকঠাক রেখে সবকিছুর আগে আগুনে পারফরম্যান্সের দিকেই নজর থাকবে তার। বরাবরের মতো দলের জয়ে অবদান রাখতে চান তিনি।


তাসকিন আরও বলেন, 'আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে, পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সবসময়। তা ছাড়া বলে অনেক সময় অনেক কিছু হয় না। কালকে থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হবে লক্ষ্য থাকবে একই জিনিস আরেকটা নতুন সিজন শুরু হচ্ছে সবসময় একই খেলা শুধু নামটা বিপিএল। সবসময় চাপ থাকে খেলার মাঝে।'


'নতুন কিছু না নিজের যে শক্তির জায়গা আছে সেটা যদি কার্যকর করতে পারি। দিন শেষে আসলে ফলাফলটাই কাউন্ট হবে কতটুকু ভালো পারফরম্যান্স করতে পারি। বেসিকগুলো ঠিক রেখে আরও শার্প (ঝালাই) করে আমার পারফরম্যান্সটা যেন দলের জন্য ইফেক্টিভ হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball