জর্জির সেঞ্চুরিতে ভারতকে হারাল প্রোটিয়ারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডিউক বল বিতর্কে জড়িয়ে ম্যাচ ফি হারাতে চান না বুমরাহ

৪ ঘন্টা আগে
লর্ডসে একাই ৫ উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ

টনি ডি জর্জির সেঞ্চুরিতে ভর করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। এই জয়ের ফলে প্রোটিয়ারা তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরালো। সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত।


এই ম্যাচে আগে ব্যাট করে ৪৬.২ ওভারে ২০৭ রানে অল আউট হয় ভারত। সেই লক্ষ্য ৪৫ বল হাতে রেখেই পেরিয়ে গেছে প্রোটিয়ারা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে সাউথ আফ্রিকাকে উড়ন্ত সূচনা এনে দেন রিজা হ্যান্ডরিক্স ও জর্জি। এই দুজনে যোগ করেন ১৩০ রান।


promotional_ad

হ্যান্ডরিক্স আউট হয়েছেন ৮১ বলে ৫২ রান করে। এরপর দ্বিতীয় উইকেতে রসি ফন ডার ডাসেনকে নিয়ে আরও ৭৬ রানের জুটি গড়েন জর্জি। আর তাতেই প্রোটিয়াদের বড় জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। ডাসেন ৫১ বলে ৩৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন।


আরো পড়ুন

সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স

৬ ঘন্টা আগে
ফাইল ছবি

বাকি সময়টা দেখেশুনে খেলে প্রোটিয়াদের জিতিয়ে মাঠ ছেড়েছেন জর্জি ও এইডেন মার্করাম। সাই সুদর্শনকে ছক্কা মেরে প্রোটিয়াদের বড় জয় নিশ্চিত করেন জর্জি। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২২ বলে ১১৯ রান নিয়ে। মার্করাম অপরাজিত থাকেন ২ বলে ২ রান করে। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং ও রিঙ্কু সিং।


এর আগে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানেই ভারত হারায় রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট। এরপর তিলক ভার্মাও ফিরে যান মাত্র ১০ রান করে। তবে সাই সুদর্শন ৮৩ বলে ৬২ রান করে কিছুটা বিপর্যয় সামাল দেন। তিনি ফিরে গেলে ভারতের হাল ধরেন লোকেশ রাহুল।


সাঞ্জু স্যামসন আউট হন মাত্র ১০ রান করে। এরপর একপ্রান্ত আগলে রাখা রাহুল ৫৬ রান করে ফিরে গেলে দ্রুত অল আউট হওয়ার শঙ্কা জাগে ভারতের। অবশ্য রিঙ্কুর ১৭ ও আর্শদীপের ১৮ রানে ভর করে কোনো মতে ২০০ পার করে ভারত।


ভারতীয়দের ইনিংসের সবচেয়ে বড় ধস নামা নাদ্রে বার্গার। তিনি একাই নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন বিউরান হ্যান্ডরিক্স ও কেশভ মহারাজ। একটি করে উইকেট এনে দিয়েছেন লিজাড উইলিয়ামস ও মার্করাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball