আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে নারিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্টার্কের আগুন আর বোল্যান্ডের হ্যাটট্রিকে ২৭ রানে শেষ ক্যারিবিয়ানরা

২ ঘন্টা আগে
৩-০ ব্যবধানে সিরিজ জেতা অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় নাম সুনীল নারিন। বল হাতে এখনও প্রতিপক্ষ ব্যাটারদের ঘুম কেড়ে নেন এই ক্যারিবীয় বোলার। যদিও লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তিনি।


নারিন ২০১৯ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। ক্যারিবীয় এই স্পিনার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 


promotional_ad

নারিন লিখেছেন, '৪ বছর হয়ে গেছে আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছি। কিন্তু আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রকাশ্যে আমি খুব অল্প কথার মানুষ। ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষ আছেন যারা আমার ক্যারিয়ার জুড়ে আমাকে সমর্থন যুগিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার সময় আমাকে সাহায্য করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'


২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি দিয়ে নারিনকে চিনেছিল বিশ্ব। সে বছরই ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই স্পিনারের। তিন ফরম্যাট মিলিয়ে নারিনের নামের পাশে রয়েছে ১২২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা।


এর মধ্যে ৬টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৫১টি টি-টোয়েন্টি খেলেছেন নারিন। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি দলের গর্বিত সদস্য ছিলেন এই বাঁহাতি স্পিনার। সেবার ক্যারিবীয়দের হয়ে ৯ উইকেট নিয়ে বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন নারিন।


এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও ছিলেন নারিন। ২০১২ সাল থেকে নিয়মিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে গেছেন তিনি। এরপর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball