শেষবারের মত নিজের সর্বোচ্চটা দিচ্ছেন ডি কক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজস্থানে নীতিশের বদলি সাউথ আফ্রিকার ‘নতুন’ ডি কক
৮ মে ২৫
চলতি বিশ্বকাপে বোলারদের জন্য আতঙ্কের এক নাম কুইন্টন ডি কক। ব্যাট হারে দারুণ সময় পার করছেন তিনি। বর্তমানে এই প্রোটিয়া ব্যাটার আছেন আইসিসির ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের তিন নম্বরে। অথচ তিনিই কিনা বিশ্বকাপ শেষে বিদায় জানাবেন ওয়ানডে ক্রিকেটকে। তাই তো শেষ বিশ্বকাপটা নিজের সর্বোচ্চটা দিয়ে রাঙাতে চান বাঁহাতি এই ব্যাটার।
২০২১ সালে সাদা পোশাককে বিদায় জানান ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। এবার রঙিন পোশাকের দীর্ঘ সংস্করণকে বিদায় জানানোর পালা। এতো তাড়াতাড়ি ওয়ানডেকে বিদায় জানানোর কারণটা অবশ্য ফ্র্যাঞ্চাইজি লিগ। সেটা কিছুদিন আগে অকপটেই স্বীকার করেছেন ডি কক। তাই এটাই হতে যাচ্ছে তার শেষে বিশ্বকাপ। আর শেষটা দারুণ ভাবেই সাজাচ্ছেন তিনি।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ডি কক। এরপর ৭ ম্যাচে চারটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। খেলেছেন বাংলাদেশের বিপক্ষে ১৭৪ রানের দারুণ ইনিংস। আসরে রান সংগ্রহের তালিকাতেও শীর্ষে আছেন এই ব্যাটার। ৭৭.৮৫ গড়ে এখন পর্যন্ত ৫৪৫ রান করেছেন ডি কক। শেষ বিশ্বকাপ তাই দলকে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন তিনি।
এক সাক্ষাতকারে ডি কক বলেন, 'আমি মনে করি সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। তাই শেষ বারের মত (দলকে) নিজের সর্বোচ্চটা দিতে চাই। আমি যেখানেই পারছি দলকে সাহায্য করছি, (বিশেষত) যারা প্রথমবারের মত বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নিচ্ছে যেমনটা আমিও নিয়েছিলাম। মানসিক দৃষ্টিকোণ ও কৌশলগত দিক থেকে ছেলেরা কিভাবে লড়াই করবে সেই ব্যাপারেও সাহায্য করছি।'
ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার
১৬ ঘন্টা আগে
২০১৩ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে সাউথ আফ্রিকার ক্রিকেটের উজ্জ্বল এক নাম ডি কক। এই সংস্করণে এখন পর্যন্ত ১৫২ ম্যাচে ৪৬.৩৫ গড়ে ছয় হাজার ৭২১ রান করেছেন তিনি। করেছেন ২১টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি। তবে ডি ককের এমন অবসর সহজ ভাবে নিতে পারছেন না তার সতীর্থ হেনরিখ ক্লাসেন। যদিও তিনিও আশা করছেন সুন্দর ভাবেই শেষে করবে ডি কক।
কিছুদিন আগেই ক্লাসেন বলেন, 'গত কয়েক বছর সে সাউথ আফ্রিকার জন্য দুর্দান্ত খেলেছে। তার চলে যাওয়াটা বেশ দুঃখজনক। তবে আশা করি সে ভালো ভাবেই (ক্যারিয়ার) শেষ করবে। সে (চলতি) টুর্নামেন্টে বেশ দুর্দান্ত ছন্দে রয়েছে।'