বারবার উসকে দেয়ায় মুজারাবানির দিকে তেড়ে গিয়েছিলেন তাসকিন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডিতে তামিম-তাসকিন-লিটনসহ ক্রিকেট মহলে শোক

২১ জুলাই ২৫
মাইলস্টোন ট্র্যাজেডি

ক্রিকেট মাঠে তাসকিন আহমেদ বরাবরই শান্ত মেজাজের। তাঁকে মাঠে সেভাবে মেজাজ হারাতে দেখা যায় না।সেই তাসকিনকেই কিনা হারারে স্পোর্টস ক্লাব মাঠে দেখা গেলো রুদ্র রূপে। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির দিকে তেড়ে গিয়ে কথার যুদ্ধেও মেতে ওঠেছিলেন।


সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে হঠাৎ মুজারাবানির দিকে তেড়ে যাওয়ার গল্প শোনান তাসকিন। এক ভিডিও বার্তায় ডানহাতি এই পেসার সেই গল্প বলতে গিয়ে জানিয়েছেন, বারবার অকথ্য ভাষা ব্যবহার করে উসকে দেয়ায় মুজারাবানির দিকে সেই সময় তেড়ে গিয়েছিলেন তিনি।


promotional_ad

ঘটনাটি ঘটে দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে। মুজারাবানিকে চার মারার পরের বলটি খানিকটা শর্ট অফ লেন্থে করলে সেটি ছেড়ে দেন তাসকিন। এরপর হাত ও শরীর নাড়িয়ে খানিকটা নাচের ভঙি দেখান তিনি। সেটা দেখে জিম্বাবুয়ের পেসার তাসকিনে কিছু একটা বলছিলেন।


আরো পড়ুন

টেস্টে ১০০ উইকেট নিতে পারা মুজারাবানির কাছে বিশেষ কিছু হবে

১৯ মে ২৫
টেস্টে বল হাতে দারুণ সময় পার করছেন ব্লেসিং মুজারাবানি

পরোক্ষণেই মুজারাবানির কথার জবাব দেন তাসকিন। তাতেই থেমে থাকেননি তাঁরা দুজন। তাসকিন খানিকটা এগিয়ে আসলে মুজারাবানি তাঁর (তাসকিন) হেলমেটের গ্রিলে মুখ ঠেসে ধরেন। তারপর বাক্য বিনিময় শেষে তাসকিন ব্যাটিং প্রান্তে আর মুজারাবানি ফেরেন বোলিং প্রান্তে।


সেই ঘটনার কথা বলতে গিয়ে এ তাসকিন বলেন, ‘ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল। বাউন্সার মারার চেষ্টা করছিল। ভালো জায়গায় বল করছিল। আমি ভালো সামলাচ্ছিলামও। বিরক্ত হয়ে বেশ কয়েকবার গালিও দিয়েছে। তৃতীয়বার যখন গালি দিয়েছিল, তখন আমিও তেড়ে গিয়েছিলাম। বলছিলাম, ‘আমাকে কেন গালি দিচ্ছো? বল দিয়ে পারলে কিছু করো?’ এটাই। আর কিছু না।’


এমন ঘটনার দিনে ব্যাট আলো ছড়িয়েছেন তাসকিন। দিনের প্রথম সেশনেই হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। যা কিনা তাঁর ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। দারুণ ব্যাটিং করলেও শুম্বার বলে তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড সাজঘরে ফেরেন তিনি।


১৩৪ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলার দিনে ১১টি চার মেরেছেন তাসকিন। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৯১ রানের জুটি গড়েছেন। যা কিনা বাংলাদেশের সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে নবম উইকেট দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball