পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকা দলে নতুন দুই মুখ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই ঘরের মাঠে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠ ছেড়ে এবার তাঁদের গন্তব্য পাকিস্তান। আসন্ন এই সফরকে সামনে রেখে ২১ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। পাকিস্তানের বিপক্ষে ঘোষিত এই টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেসার ড্যারেন ডুপাভিলন ও মিডিয়াম পেসার ওটনিয়েল বার্টম্যান।


শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে থাকা গ্লেন্টন স্টুম্যান ও মিগেল প্রিটোরিয়াসের বদলি হিসেবে জায়গা পেয়েছেন ডুপাভিলন ও বার্টম্যান। ইনজুরির কারণেই ছিটকে গেছেন স্টুম্যান ও প্রিটোরিয়াস। পাকিস্তান সফরের আগে সেরে ওঠা সম্ভব নয় বলেই না জাতীয় দলের জার্সিতে না খেলেই জায়গা হারাতে হলো তাঁদের।


promotional_ad

তাঁরা দুজন ছাড়াও আঙুলে চোট পাওয়ায় সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটসম্যান রায়নার্ড ভ্যান টন্ডার। যদিও ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠায় স্কোয়াডে জায়গা পেয়েছেন কাগিসো রাবাদা এবং ডোয়াইন প্রিটোরিয়াস।


পাকিস্তানের বিপক্ষে ফিট রাবাদাকে পেতে ইনজুরি থেকে সেরে ওঠার পরও লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্টে তাঁকে বসিয়ে রেখেছিল টিম ম্যানেজম্যান্ট। পাকিস্তানের মাটিতে খেলা হওয়ায় স্কোয়াডে তিন পেসার যুক্ত করেছে দলটি। তারা হলেন, কেশব মহারাজ, জর্জ লিন্ডে এবং তাবরাইজ শামসি। তিন স্পিনারের পাশাপাশি একাদশে রয়েছেন ৯ জন পেসার।


সবকিছু ঠিক থাকলে চলতি মাসে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা ঘটিয়ে ২০০৭ সালের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে প্রোটিয়ারা।


২৬ থেকে ৩০ জানুয়ারিতে করাচির জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ৪-৮ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, অ্যাইডেন মার্কাম, ফাফ ডু প্লেসি, ডিন এলগার, ক্যাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, রাসি ভ্যান ডার ডুসেন, অ্যানরিক নরকিয়া, উইয়ান মুল্ডার, লুথো সিপামলা , বেউরান হ্যানড্রিক্স, কাইল ভ্যারেন, স্যারেল এরউই, কেগান পিটারসন, তাবরাইজ শামসি, জর্জ লিন্ডে, ড্যারেন ডুপাভিলন এবং ওটনিয়েল বার্টম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball