পাকিস্তান সিরিজের আগে ফেরা হচ্ছে না রাবাদার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা
৭ জুলাই ২৫
পাকিস্তান সফরের আগে জাতীয় দলের জার্সিতে ফেরা হচ্ছে না কাগিসো রাবাদার। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তিনি। তবে লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্টে খেলা হচ্ছে না তাঁর। কারণ তাকে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিট রাবাদাকে পেতে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজম্যান্ট।
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। যেখানে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা। ওই সফর শেষে আগামী ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে প্রোটিয়ারা।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে জয় পাওয়ায় এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরোদমে তাঁর সার্ভিস পেতেই শেষ টেস্টে তাকে খেলা চায় না টিম ম্যানেজম্যান্ট। তবে ইনজুরি কাটিয়ে দ্রুতই দলে ফেরায় খুশি কোচ ও নির্বাচকরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে চাইলেও শেষ ম্যাচে খেলা হচ্ছে না রাবাদার।
এ প্রসঙ্গে দলটির মুখপাত্র সিপোকাজী সোকানাইল বলেছেন, ‘কোচরা তার অগ্রগতি নিয়ে খুব খুশি। তবে কাজের চাপের দিক থেকে তারা এইটা নিশ্চিত করতে চাইবেন যে সে যেন পাকিস্তান এবং অস্ট্রেলিয়া সিরিজে পুরোপুরি ফিট থাকতে পারে।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য রাবাদাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। মূলত ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার সময় কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন তিনি। যে কারণে শেষ ম্যাচে খেলা হয়নি তাঁর।
সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। যদিও করোনার কারণে সিরিজটি স্থগিত হয়েছিল। ফলে তাঁকে ছাড়াই দল ঘোষণা করতে বাধ্য হয়েছিল সিএসএ’র নির্বাচকরা। এর আগেও কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন রাবাদা। যে কারণে করোনার আগে ভারত সফরের দক্ষিণ আফ্রিকা দলেও ছিলেন না তিনি।