সিরিজ থেকেই ছিটকে গেলেন ডি সিলভা

ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ৭৯ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা। ঐ ইনিংসে দৌড়ে রান নিতে গিয়ে উরুর পেশিতে টান লাগার কারণে সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। প্রথম দিন শেষে জানা গেল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
সেঞ্চুরিয়নে টেস্টের প্রথম দিনে ডি সিলভার ব্যাটে ভর করে বড় সংগ্রহের স্বপ্নে শ্রীলঙ্কা যখন বিভোর, তখন দক্ষিণ আফ্রিকার বোলার লুথো সিমপালার বলে রান নিতে গিয়ে এই ইনজুরি পড়েন সিলভা। রান সম্পন্ন করলেও দাঁড়িয়ে থাকতে না পেরে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়তেও দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত তো স্টেচার গাড়িতে করে মাঠ ছাড়েন তিনি।

মাঠের বাহিরে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এমআরআই করানো হয় তাঁর। সেখানে দেখা গিয়েছে উরুর পেশির নরম টিস্যুতে 'দ্বিতীয় গ্রেডের' চিঁড় ধরা পরেছে সিলভার। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই পুরো সিরিজে এই অলরাউন্ডারের অনুপস্থিতির কথা নিশ্চিত করেছে।
তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন ডি সিলভা। তাঁরা আশাবাদী ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই পরিপূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন তিনি। গলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৪ জানুয়ারি।
দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণে দলীয় রান যখন ৩ উইকেটে ৫৪ তখন উইকেটে আসেন সিলভা। দীনেশ চান্ডিমালের সঙ্গে জুটি গড়ে শক্ত পুঁজির দিকেই ছুটছিলেন দুইজন। কিন্তু ইনজুরিতে পড়ে ১০৬ বলে ৭৯ রানের ঝকঝকে একটি ইনিংস খেলে মাঠ ছাড়তে হয় সিলভাকে।
এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে বেশ বিপাকেই পড়েছে শ্রীলঙ্কা। কারণ ২য় ইনিংসে একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে তাঁদের। একই সঙ্গে স্পিন আক্রমণে অভিষিক্ত ওয়ানিন্দু হাসারাঙ্গাও নিঃসঙ্গ সৈনিক হিসেবে লড়ে যাবেন।
যদিও প্রথম দিনের খেলা শেষে চালকের আসনেই রয়েছে সফরকারীরা। চান্ডিমাল ও ডি সিলভার অর্ধশতকে ভর করে ৬ উইকেটের বিনিময়ে ৩৪০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকান মিডিয়াম পেসার উইয়ান মুলডার একাই ৩ উইকেট তুলে নিয়েছেন। লুঙ্গি এনগিডি, সিমপাথা ও এনরিক নর্কিয়া বাকি ৩ উইকেট ভাগ করে নিয়েছেন।