দীর্ঘ সময় অধিনায়কত্বে রাজি নন ডি কক

ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজস্থানে নীতিশের বদলি সাউথ আফ্রিকার ‘নতুন’ ডি কক
৮ মে ২৫
দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক কুইন্টন ডি কক। সোমবার আসন্ন সিরিজগুলোর জন্য তাঁকে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
যদিও এই উইকেটরক্ষক ব্যাটসম্যান দীর্ঘ সময়ের জন্য দলকে টেস্টে নেতৃত্ব দিতে রাজি নন। এমনকি লম্বা সময়ের জন্য দলকে নেতৃত্ব দিতে হলে দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে চান না। প্রয়োজনে এ ব্যাপারে ভেবে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ডি কক বলেন, 'যখন নির্বাচকরা আমাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করে আমি বুঝতে পেরেছিলাম তাঁরা কি বলতে চাচ্ছে। অবশ্যই আমি তরিঘরি করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই না। আমি ভেবে দেখতে চা?? এবং বুঝতে পারছি এটি স্বল্প সময়ের জন্য। এটি দীর্ঘ সময়ের জন্য নয়।'
এর আগে দেশটির ক্রিকেট পরিচালক গ্রায়াম স্মিথ জানিয়েছিলেন, তাঁরা তাদের তারকা ক্রিকেটারদের অধিনায়কত্বের বাড়তি চাপে ফেলতে চান না। দলকে নেতৃত্ব দেয়ার মতো উপযুক্ত ব্যক্তি খুঁজে পেলে তাঁরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।
ডি ককও তাই দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্বের বাড়তি চাপ নিতে আগ্রাহী নন। তিনি যদিও লঙ্কানদের বিপক্ষে সিইরজে দলকে নেতৃত্ব দিতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এমনকি সেটা এক মৌসুমের জন্যও হতে পারে। দক্ষিণ আফিকা ক্রিকেট টেস্ট দলকে নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি খুঁজে পেলে নেতৃত্ব ছেড়ে দেয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
ডি কক আরো বলেন, 'এটা সত্যি যখন আমরা দীর্ঘ সময়ের জন্য কাউকে পাবো যিনি এই পদের জন্য উপযুক্ত। সেই দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব করবে। আমি দীর্ঘ সময়ের জন্য এটি করতে চাই না। আমি এখনকার জন্য অধিনায়কত্ব করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। সেটা এই মৌসুমের জন্যও হতে পারে।'