শঙ্কায় অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর

 সংগৃহিত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচের দায়িত্বে পেইন

২০ জুন ২৫
টিম পেইন

আগামী বছরের ফেব্রুয়ারীতে তিনটি টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। কেপটাউনে ইংল্যান্ডর বিপক্ষে সিরিজে জৈব সুরক্ষা বলয় রক্ষা করতে না পারায় অস্ট্রেলিয়া সিরিজটি বাতিল হবার সম্ভাবনা রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র এমনটাই নিশ্চিত করেছেন।


দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক অবস্থায় রয়েছে। সম্প্রতি দেশটিতে ৮ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মৃত্যু ঘটেছে প্রায় ২৬ হাজার। তিন ম্যাচের ওয়ানডে খেলতে সেখানেই অবস্থান করছিল ইংল্যান্ড।


promotional_ad

সেখানে তাদের দুই ক্রিকেটার, হোটেল স্টাফ এবং দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটারের করোনা ধরে পড়ে। যে কারনে ওয়ানডে সিরিজ স্থগিত করতে বাধ্য হয় দুই দেশ। এ কারনেই আসন্ন ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটিও অনিশ্চয়তায় পরেছে।


ক্রিকেট অস্ট্রেলিয়ার জৈব সুরক্ষা বলয় ও টিম ম্যানেজমেন্ট এক্সপার্ট ডেভিড হসলপ দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


এ বিষয়ে তিনি বলেন, 'এটি অনেক চিন্তার বিষয় এবং তাদের খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। এমনকি সর্বোচ্চ নিরাপত্তা এবং খেলোয়ড়দের সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত যেখানে অনেক মানুষ করোনায় আক্রান্ত। কারণ সবকিছু অনুকূলে থাকবে।'


সিরিজটি অনিশ্চতায় পরলেও ক্রিকেট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সর্বোচ্চ সুরক্ষার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই বোর্ড একসঙ্গে এই ব্যাপারে সুরক্ষিত সিদ্ধান্ত নেবে এমটাই প্রত্যাশা করছেন অস্ট্রেলিয়ার খন্ডকালীন টি-টোয়েন্টি অধিনায়ক ম্যাথু ওয়েড।


এ ব্যাপারে তিনি বলেন, 'এটা এখনো অনেক অনেকদূরের বিষয়। আমি নিশ্চিত যে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এই ব্যাপারে একত্রে আলোচনা চালিয়ে যাবে। তারা একই সঙ্গে কাজ করবে এবং আমাদের জন্য উতকৃষ্ট সমাধানটাই নিশ্চিত করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball