নিষিদ্ধ হচ্ছে না দক্ষিণ আফ্রিকা?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহীদের সরে দাঁড়ানোর নির্দেশ দেয়াকে সরকারের হস্তক্ষেপ হিসেবে দেখেছে না দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন অলিম্পিক কমিটি (এসএএসসিওসি)। এই বিষয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠিও পাঠিয়েছে এসএএসসিওসি।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। নিজেদের নির্দেশকে সরকারের হস্তক্ষেপ বলে মানতে নারাজ সংস্থাটি।

চিঠিতে এসএএসসিওসি লিখেছে, 'এসএএসসিওসি এই দাবিটি প্রত্যাখ্যান করছে যে তাদের হস্তক্ষেপ সরকারের হস্তক্ষেপের সমতূল্য। কোনও অবস্থায়ই এসএএসসিওসি দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী, বা দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের নির্দেশনা বা নিয়ন্ত্রণের অধীনে কোন কাজ বা কার্যকর করেনি। বোর্ড, সরকার বা অন্য কোনও প্রভাবের বাইরে থেকে সংস্থাটি স্বাধীনভাবে তার রায় প্রয়োগ করে।'
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সংবিধানের ২.৪ অনুচ্ছেদে বলা হয়েছে: 'সদস্যকে অবশ্যই এটি স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ক্রিকেট পরিচালনা, নিয়ন্ত্রণ এবং প্রশাসনের ক্ষেত্রে সরকার (বা অন্যান্য সরকারী বা আধাসরকারি সংস্থা) হস্তক্ষেপ নেই।'
এই নিয়মের বলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারে দেশটি। যদিও আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ হচ্ছে কি না সে বিষয়ে।
এর আগে সিএসএর শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি এবং অসৎ আচরণের অভিযোগ করে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি যৌথভাবে বোর্ডকে একটি চিঠি দেয়। যেখানে এই কর্মকর্তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
ক্রিকেট বোর্ডকে পাঠানো চিঠিতে এসএএসসিওসি লিখেছে, 'সিএসএর সঙ্গে দুটি সভায় বসে এসএএসসিওসি সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করতে চেয়েছে। তবে একটি সভা ছিল অনুসন্ধানের জন্য, আরেকটি আয়োজন করা সম্ভব হয়নি কারণ সিএসএ এর আগে প্রতিশ্রুতি দিলেও ফান্ডুডজী ফরেনসিক রিপোর্ট দেখাতে পারেনি এসএএসসিওসিকে।'