জিম্বাবুয়ের পরিণতি হবে দক্ষিণ আফ্রিকার?

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘোরতর সঙ্কটের মুখে পড়তে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। কারণ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে যেতে বলেছে দেশটির স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি (এসএএসসিওসি)। এই নির্দেশের আওতায় রয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কুগান্দ্রি গভেন্ডারও। 


সরকারের নিয়ন্ত্রণাধীন এই দুটি সংস্থার হস্তক্ষেপের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ পুরোপুরি নিষিদ্ধ।


promotional_ad

জানা গেছে সিএসএর শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি এবং অসৎ আচরণের অভিযোগ করে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি যৌথভাবে বোর্ডকে একটি চিঠি দেয়। যেখানে এই ক???্মকর্তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।  


বোর্ডের কর্মকর্তারা সরে দাঁড়ালে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ থাকবে স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি তথা সরকারের। সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়ার জোর সম্ভাবনা রয়েছে তাদের।   


ক্রিকেট বোর্ডকে পাঠানো চিঠিতে এসএএসসিওসি লিখেছে, 'সিএসএর সঙ্গে দুটি সভায় বসে এসএএসসিওসি সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করতে চেয়েছে। তবে একটি সভা ছিল অনুসন্ধানের জন্য, আরেকটি আয়োজন করা সম্ভব হয়নি কারণ সিএসএ  এর আগে প্রতিশ্রুতি দিলেও ফান্ডুডজী ফরেনসিক রিপোর্ট দেখাতে পারেনি এসএএসসিওসিকে।' 


সেই চিঠিতে বোর্ডের হর্তাকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি তদন্ত করার ঘোষণাও দিয়েছে এসএএসসিওসি। দেশটির অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও আইসিসির নিষেধাজ্ঞার খড়গ ঠিকই পড়তে পারে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। 


একই কারণে কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হয়ে থাকতে হয়েছিল জিম্বাবুয়েকেও। তাঁদের ক্রিকেট বোর্ডের কর্মকান্ডে সরাসরি হস্তক্ষেপ করেছিল সরকার। যদিও পরবর্তীতে জিম্বাবুয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় আইসিসি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball