শুক্রবার বাংলাদেশে ফিরছেন ডমিঙ্গো

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২ সেপ্টেম্বরের পরিবর্তে ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশে পৌঁছাবেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। ফ্লাইটের পরিবর্তন হওয়ায় এই দুই দক্ষিণ আফ্রিকানের পৌঁছাতে দেরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।


যদিও বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসনের ক্ষেত্রে এমনটি হবে না। আজই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।


promotional_ad

বিসিবির এক কর্মকর্তা ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'ডমিঙ্গো এবং কুকের ফ্লাইট পরিবর্তন করা হয়েছে। এতে বুধবারের পরিবর্তে তারা ৪ সেপ্টেম্বর পৌঁছাবে। তবে বুধবার আমরা গিবসনকে পাওয়ার আশা করছি।'


এদিকে বাংলাদেশের নবনিযুক্ত ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান এবং স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন। চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা করে বাংলাদেশ।


শ্রীলঙ্কা সফরের আগে বিসিবি সপ্তাহব্যাপী ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে। করোনা সতর্কতার কারণে বোর্ড আরও বড় স্কোয়াড বেছে নেবে। এ কারণে ক্যাম্পে ক্রিকেটারদের পরখ করতে চায় জাতীয় দলের নির্বাচকরা।


এছাড়া এই সিরিজের আগে তিন ধাপে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বিসিবি। যাতে করে কেউ করোনা পজিটিভ আসলেও সিরিজের আগে তাঁকে পুরোপুরি সুস্থ অবস্থায় পাওয়া যায়।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball