প্রধান নির্বাহীকে বরখাস্ত করলো সিএসএ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাদের প্রধান নির্বাহী থাবাং মোরোকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে। গেল বছরের ডিসেম্বরে তাকে সাময়িক বরখাস্ত করার প্রায় নয় মাস পরে অবশেষে তাকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেয়া হলো।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে সিএসএ।

বিবৃতি অনুসারে, মোরোকে একটি স্বাধীন তদন্তের পরে বরখাস্ত করা হয়েছিল যেখানে প্রকাশ পেয়েছে যে তিনি "গুরুতর দুর্ব্যবহার করেছেন"।
বিবৃতিতে বলা হয়েছে, 'জনাব থাবাং মোরোঁকে বোর্ডের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে নিজের স্বপক্ষে প্রমাণাদি উপস্থাপনের পর্যাপ্ত সুযোগের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি তা প্রদানে ব্যর্থ হয়েছিলেন।'
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের তিনজন সিনিয়র স্টাফকে বরখাস্ত করেছিল। সেই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে মোরো সাবেক প্রধান অপারেটিং অফিসার নাসেই আপ্পিয়া এবং বিক্রয় ও স্পনসরশিপের সাবেক প্রধান ক্লাইভ একসটিনের সঙ্গে যোগ দিয়েছিলেন।
ধারণা করা হচ্ছে আর্থিক অপকর্মীরা তার বরখাস্তের মূল প্রভাবক। বোর্ড কর্তৃক মোরার দ্বারা সম্পাদিত অপরাধের সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি। একই সঙ্গে তদন্তকারীরা তদন্ত রিপোর্ট প্রকাশ করবে কিনে সেটা নিয়েও জেগেছে প্রশ্ন।