আইপিএল খেলতে দুবাইতে ডি ভিলিয়ার্স-স্টেইন-মরিস

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে দুবাইতে পৌঁছেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) তিন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন এবং ক্রিস মরিস।
১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আইপিএলে অংশ নেয়ার আগে দলের অন্যান্য ক্রিকেটারের মতোই কোয়ারেন্টিনে অবস্থান করবেন এই তিন প্রোটিয়া ক্রিকেটার।

এই তিন ক্রিকেটারই ব্যাঙ্গালোরে খেলার আগে অন্য কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। এবার একসঙ্গে একই দলে খেলবেন এই তিন প্রোটিয়া ক্রিকেটার।
দুবাইতে পা রেখেই ডি ভিলিয়ার্স বলেন, 'আমি দারুণ রোমাঞ্চিত। এখানে এসে ভালো লাগছে। এবারের ভ্রমণ একটু ভিন্ন ছিল, তবুও আমার আফ্রিকার বন্ধুদের সঙ্গে এসে ভালো লাগছে।
আরসিবি পরিবারে যোগ দিতে পেরে খুব ভালো লাগছে। কোভিড-১৯ পরীক্ষা করানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
এছাড়া দলটির ফাস্ট বোলার স্টেইন বলেন, 'এই গরমে খেলতে পারাটা ভিন্ন কিছু হবে। সকালেই আমরা এসেছি। অথচ বাইরে কত গরম। সামনের সময়গুলোর জন্য মুখিয়ে আছি।'