করোনায় আক্রান্ত দুই প্রোটিয়া ক্রিকেটার

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। যদিও করোনা আক্রান্ত দুই ক্রিকেটারের নাম জানায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।


স্কুকুজাতে কালচারাল ক্যাম্প করবে দক্ষিণ আফ্রিকা। এ কারণে ৩২ জন ক্রিকেটার এবং দলের সহকারি মিলিয়ে মোট ৫০ জনের করোনা পরীক্ষা করিয়েছে তারা।


promotional_ad

এই পরীক্ষায় যে দুজন ক্রিকেটার করোনা সনাক্ত হয়েছে তাদের ছাড়াই শুরু হবে কালচারাল ক্যাম্প। ইতোমধ্যেই আইসোলেশনে থাকতে বলা হয়েছে সেই দুই ক্রিকেটারকে।


এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, 'ভাইরাসের বিস্তার রোধে আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করানো হয়েছে। যে দুজন ক্রিকেটার করোনা সনাক্ত হয়েছে তাদের কোনও বদলি নেই।


যারা ক্যাম্পে যোগ দিতে পারবে না, তারা প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে।'


এই ক্যাম্পে থাকবেন না দলটির সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি। নিজের সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে ছুটি নিয়েছেন তিনি।


দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বর্ণবাদ বৈষম্য যেন একেবারেই কমে যায়, এ কারণেই এই কালচারাল ক্যাম্পের আয়োজন করেছে সিএসএ। এছাড়া শৃঙ্খলা ইস্যুতে ক্রিকেটারদের দীক্ষা দেয়া হবে এই ক্যাম্পে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball