পদত্যাগ করলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পদত্যাগ করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সভাপতি ক্রিস নেনজানি। চলতি বছরের ৫ সেপ্টেম্বর তার মেয়াদ ফুরনোর কথা ছিল। যদিও এর আগেই এই পদ ছাড়লেন তিনি।
২০১৩ সাল থেকেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এই শীর্ষ পদে ছিলেন নেনজানি। তিন বছর করে দুই মেয়াদে তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব ১২ মাস বাড়ানো হয়েছিল। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেনজানির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
তারা বিজ্ঞপ্তিতে বলেছে, 'নেনজানি ২০১৩ সাল থেকে নিষ্ঠার সঙ্গে এবং চমকপ্রদভাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন। নেনজানি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে এগিয়ে নেওয়ার নেয়ার জন্য মূল্যবান নেতৃত্ব, অন্তর্দৃষ্টি, সহায়তা এবং দিক নির্দেশনা দিয়েছেন।'
'ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাউন্সিলের সদস্যদের এবং পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা নেনজানিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার উন্নয়নে অবদানের জন্য এবং সততার সঙ্গে কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।'