চার মাস পর পাকিস্তান থেকে ছাড়া পেলেন তাহির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যে পাকিস্তানে আটকা পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মার্চ থেকেই তিনি পাকিস্তানে অবস্থান করছিলেন।
রবিবার (২৬ জুলাই) তিনি ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিয়েছেন। মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে নিতে এই দ্বীপ রাষ্ট্রে উড়ে গেছেন। এর আগে চলতি বছরের মার্চে পাকিস্তান সুপার লিগ খেলতে এসে পাকিস্তানে আটকে পড়েন তাহির।

করোনা সংক্রমণের ফলে টুর্নামেন্ট শেষের আগেই স্থগিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর তাহির লাহোরে অবস্থান কালেই পাকিস্তান সরকার সব দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়।
ফলে পাকিস্তানে অবস্থান করা ছাড়া উপায় ছিল না এই প্রোটিয়া লেগ স্পিনারের। তাহির জন্ম সূত্রে একজন পাকিস্তানি। ফলে পাকিস্তানে আটকে পড়ে খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি তাঁকে।
২০০৯ সালে ৩২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেন তাহির। জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে।
১০ বছরের ক্যারিয়ার দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১০৭ ওয়ানডে খেলে তাহির নিয়েছেন ১৭৩ উইকেট। ৩৮ টি-টোয়েন্টি খেলে ৬৩ উইকেট এবং ২০টি টেস্ট খেলে ৫৭ উইকেট দখল করেছেন এই প্রোটিয়া স্পিনার।