টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিরতেন ডি ভিলিয়ার্স!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দ্বারপ্রান্তে ছিলেন এবি ডি ভিলিয়ার্স। মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যানের ব্যাপারে এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান টি-টোয়েন্টি দলপতি কুইন্টন ডি কক।
করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ স্থগিত না হলে আবারো যে মাঠে দেখা যেত ডি ভিলিয়ার্সকে সেটিও উল্লেখ করেছে প্রোটিয়া অধিনায়ক। স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড শোতে ডি ভিলিয়ার্সের স্তুতি করেন তিনি।

ডি কক বলেন, 'সে অবশ্যই ফেরার দ্বারপ্রান্তে ছিল। সে যদি ফিট থাকতো তাহলে আমি এবি ডি ভিলিয়ার্সকে পেতে চাইতাম দলে। আমি মনে করি যেকোনো দলই ডি ভিলিয়ার্সকে তাদের দলে চাইবে। এখন দেখার বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে মাঠে গড়ায়।'
২০১৮ সালে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ডি ভিলিয়ার্স। তবে এরপর থেকে অনেকবারই গুঞ্জন উঠেছে তাঁর মাঠে ফেরার। কিন্তু প্রতিবারই নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন তিনি। তবে কিছুদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেন তারকা এই ব্যাটসম্যান।
এই প্রসঙ্গে ক্রিকেট ডট কম ডট এইউকে ডি ভিলিয়ার্স বলেছিলেন, 'দেশে আমি দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার, ক্রিকেট ডিরেক্টর গ্রায়েম স্মিথ এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে কথা বলেছি। সকলেই চায় এমনটা ঘটুক। এটা বাস্তবায়ন করার আগে অনেক কিছু করা দরকার আছে।'