ওয়ানডে বিশ্বকাপ পেছানোয় বিপদে দক্ষিণ আফ্রিকা!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সোমবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে পিছিয়ে নেয়া হয়েছে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। পেছানো হয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও। 


ওয়ানডে বিশ্বকাপ নিয়েও সিদ্ধান্ত এসেছে এই বৈঠকে। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল ওয়ানডে বিশ্বকাপ। পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে একই বছরের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল ২৬ নভেম্বর। মূলত ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ার জন্য আরেকটু সময় ধরে রাখতেই এই সিদ্ধান্ত।


promotional_ad

ওয়ানডে বিশ্বকাপ ৭ মাস পিছিয়ে যাওয়ায় বিপদে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা। কারণ প্রধান কোচ মার্ক বাউচারের সঙ্গে পূর্বের সূচিতে অনুষ্ঠিত বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল প্রোটিয়ারা। সেই হিসেবে বাউচারের সঙ্গে চুক্তি বাড়াতে হবে দেশটির।


গেল বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের পদে দায়িত্ব তুলে দেয়া হয় বাউচারকে। কিন্তু নতুন সূচি হওয়ায় এই বিষয়ে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফল বলেন, 'বিশ্বকাপ যেহেতু ৭ মাস পিছিয়ে গেছে সেক্ষেত্রে বোর্ডকে হয়তো বিষয়টি বিবেচনা করতে হবে। কারণ চুক্তির সঙ্গে বিশ্বকাপের নতুন সূচির মিল নেই।'


সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয় দক্ষিণ আফ্রিকার। এরপর শুরু হয়েছে দেশটির ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রক্রিয়া। সে সময়েই বাউচারকে প্রধান কোচের দায়িত্ব তুলে দেয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।


ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নিজ দেশের কোচ হিসেবে যাত্রা শুরু করেন বাউচার। যদিও ঘরের মাঠে ইংলিশদের কাছে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হলেও টি-টোয়েন্টি সিরিজেও হারতে হয় বাউচারের শিষ্যদের। 


এরপর অবশ্য করোনাভাইরাসের কারণে আর মাঠে নামতে পারেনি দক্ষিণ আফ্রিকা। মহামারির কারণে স্থগিত হয়ে যায় প্রোটিয়াদের শ্রীলঙ্কা সফর। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও খেলতে যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু এ সময় ক্যারিবিয়ানরা ইংল্যান্ড সফরে যাওয়ায় নতুন সূচিতে হবে সিরিজটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball