তবুও আত্মবিশ্বাসী ফিল্যান্ডার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে বিশাখাপত্নম টেস্টের শেষ দিনে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন এখনো ৩৮৪ রান। যেখানে হাতে আছে ৯টি উইকেট। জয় ছিনিয়ে আনতে হলে নিজেদের সর্বোচ্চ দিয়েই খেলতে হবে প্রোটিয়াদের।


যদিও এখনই হাল ছাড়তে নারাজ দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার। তাঁর বিশ্বাস প্রথম ইনিংসের মতো খেলতে পারলে যেকোনো কিছুই সম্ভব হবে। কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও বেশ আত্মবিশ্বাসী থাকছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।


promotional_ad

টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে ফিল্যান্ডার বলেন, 'আপনার নিজের সিদ্ধান্তের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমার আত্মবিশ্বাস বেশ উঁচুতে। আমি আগামীকালের দিকে তাকিয়ে আছি। আমাদের প্রথম ইনিংস ভালো হয়েছে। তাই ছেলেরা ভালো ছন্দে আছে এবং আমি আগামীকালের অপেক্ষায় আছি। এটি কঠিন একটি চ্যালেঞ্জ হবে, তবে আমরা এর জন্য প্রস্তুত আছি।'  


প্রথম ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরি এবং রোহিত শর্মার সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫০২ রানে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে খেলতে নেমে ডিন এলগার এবং কুইন্টন ডি ককের জোড়া সেঞ্চুরিতে দারুণ জবাব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অলআউট হওয়ার আগে ৪৩২ রান সংগ্রহ করে তারা। 


প্রথম ইনিংসের ব্যাটিংই আত্মবিশ্বাস যোগাচ্ছে ফিল্যান্ডারকে। তাঁর মতে টেস্টের শেষ দিন দলের পক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন। ফিল্যান্ডার বলেন, 'আমি এখনও বিশ্বাস করি যে আমরা আগামীকাল ভালো করতে পারবো। ডিন প্রথম ইনিংসে আমাদের পক্ষে দুর্দান্ত খেলেছে। আশা করি, দ্বিতীয় ইনিংসে আমাদের পক্ষে অন্য কেউ ঘুরে দাঁড়াবে। ছেলেরা রান করার জন্য ক্ষুধার্ত। আশা করি আমরা এমন কাউকে পাবো যে ভালো করতে পারবে।'


ভারতের দেয়া ৩৯৫ রানের পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪ রানের মাথায় প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডিন এলগারের উইকেটটি হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। ২ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball