শঙ্কা মুক্ত ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে আফগানিস্তানের ম্যাচে ইনজুরি কাটিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের। অজি টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা নিজেদের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই ওপেনার।


পায়ের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি ওয়ার্নারের। তবে অস্ট্রেলিয়ার দলের জন্য সুখবর হলো বুধবার ব্রিস্টলে অনুশীলন সেশনে ব্যাটিং করেছেন তিনি। যদিও ফিল্ডিং করতে দেখা যায়নি তাঁকে।


promotional_ad

অস্ট্রেলিয়ান মেডিক্যাল দলের প্রত্যাশা আপাতদৃষ্টিতে ফিটনেস নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে না ওয়ার্নারকে বিধায় আফগানদের বিপক্ষে খেলতে বাঁধা থাকছে না তাঁর। তবে অজি এই ব্যাটসম্যান ফিট থাকলে তাঁকে তিন নম্বরে খেলানো হবে কিনা সেটি নিয়ে চিন্তাভাবনা করবেন দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার।  


তবে শেষ পর্যন্ত যদি ওয়ার্নার না খেলতে পারেন সেক্ষেত্রে বিষয়টি দুর্ভাগ্যই বলতে হবে অস্ট্রেলিয়ার জন্য। কারণ বর্তমানে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। বল টেম্পারিং ইস্যুতে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ওয়ার্নার আইপিএলে ১২ ম্যাচে ৬৯২ রান সংগ্রহ করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। 


এদিকে ওয়ার্নারের পাশাপাশি ইনজুরিতে ভুগছিলেন ওপেনার উসমান খাওয়াজাও। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য মাঠে ফিরে খেলেছিলেন ৮৯ রানের ইনিংস। বর্তমানে অনেকটাই সুস্থ তিনি এবং বিশ্বকাপে নিজের সেরাটা দিতেও প্রস্তুত। খাওয়াজা বলেছিলেন,  


'আমি আমার ক্যারিয়ার এবং জীবনের এমন পর্যায়ে আছি যেখানে আমি ক্রিকেটটিকে উপভোগ করছি। এটি বিশ্বকাপ, আমি এখানে আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো আমার সাধ্যমত। আমি খেলি কিংবা না খেলি আমি আমার সেরাটা দিতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball