ইতিহাস গড়লেন ইমরান তাহির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইতিহাস গড়ে বিশ্বকাপের প্রথম ওভার লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে তুলে দিয়েছেন দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস।


তাহির একমাত্র স্পিনার যিনি কিনা বিশ্বকাপে প্রথম বলটি করেছেন। প্রথম ওভারেই ডু প্লেসিসের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।


promotional_ad

ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে প্রথম বলেই ক্যাচ বানিয়েছেন তিনি।


রানের খাতা না খুলতেই সাজঘরে ফিরে যেতে হয়েছে দুর্দান্ত ফর্মে থাকা বেয়ারস্টোকে। প্রথম ওভারে এক রান দিয়ে ওভার শেষ করেছিলেন অভিজ্ঞ লেগ স্পিনার তাহির।


এদিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস। আর পরিকল্পনা অনুযায়ী তাহিরকে দারুণ ভাবে কাজে লাগিয়েছেন তিনি।


বিশ্বকাপে এমন রেকর্ড কোন দলের না থাকলেও দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিন বোলার আক্রমণে আনার রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের। ১৯৯২ বিশ্বকাপে কিউই অধিনায়ক মার্টিন ক্রো স্পিনার দীপক প্যাটেলকে ইনিংসের দ্বিতীয় ওভারেই আক্রমণে নিয়ে এসেছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball