আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার মাটিতে কিছুদিন আগে অনুষ্ঠিত প্রস্তুতি ক্যাম্পের ২৩ সদস্যের স্কোয়াড থেকে বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচিত করেছেন নির্বাচকরা। 


গুলবাদিন নাইবকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডের বাইরে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে ইকরাম আলিখিল, করিম জানাত এবং সৈয়দ সিরজাদকে। এছাড়াও সহ অধিনায়ক হিসেবে থাকছেন স্পিন তারকা রাশিদ খান। 


প্রধান নির্বাচক দৌলত খান আহমদজাই জানিয়েছেন বিশ্বকাপে অনেক শক্তিশালী দল অংশ নিলেও নিজেদের সেরাটা দিয়ে লক্ষ্য অর্জনে অটল থাকবে আফগানরা। টুর্নামেন্টের অনুপ্রেরণাদায়ক ক্রিকেট খেলা উপহার দিতে চান তিনি। আহমদজাই বলেন,


promotional_ad

'আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য ছয় মাস ধরে প্রস্তুতি নেয়া হচ্ছে। এর মূল লক্ষ্য হলো টুর্নামেন্টে অনুপ্রেরনাদায়ি ক্রিকেট খেলা। আমি জানি এখানে অনেক শক্তিশালী দল রয়েছে, তবে আমরা আমাদের সেরাটা দিয়ে লক্ষ্য অর্জনের চেষ্টা করবো।'


বিশ্বকাপ দল নির্বাচন নিয়ে বেশ সন্তুষ্ট আফগান প্রধান নির্বাচক। তাঁর মতে অভিজ্ঞতা, ফিটনেস কিংবা ফর্মের বিবেচনায় সেরা দলই গঠন করা হয়েছে বিশ্বকাপের জন্য। টুর্নামেন্টে লড়াই করার মানসিকতা নিয়ে খেলতে নামবে গুলবাদিন নাইবের দল জানিয়ে তিনি বলেছেন,


'প্রধান নির্বাচক হিসেবে আমার দায়িত্ব একটি প্রতিযোগিতামূলক দল গঠন করা। যদিও এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ছিল যেগুলো আমাদের সামলাতে হয়েছে। তবে অভিজ্ঞতা, ফিটনেস, দলের ভারসাম্য এবং বর্তমান ফর্মের উপর ভিত্তি করে সেরা দলটিই নির্বাচন করেছি। আমরা আশা করছি টুর্নামেন্ট ভয়ডরহীন ক্রিকেট খেলবো আমরা এবং আমাদের লড়াই করার মানসিকতা বজায় থাকবে।' 


আফগানিস্তান স্কোয়াডঃ গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নুর আলি জাদরান, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাসমতউল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান এবং মুজিব উর রহমান। 


রিজার্ভ ক্রিকেটারঃ ইকরাম আলিখিল, করিম জানাত এবং সৈয়দ সিরজাদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball