এখনই আসছেন না সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন আয়ারল্যান্ড সফরে দলের সাথে সরাসরি যোগ দিবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন তিনি বিধায় এখনই দেশে আসা হচ্ছে না তাঁর। 


সাকিবের দেশে না আসার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন সানরাইজার্স হায়াদ্রাবাদের হয়ে এখনও কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে সাকিবের। আর এই কারণে সেখানে থাকছেন তিনি। আকরাম খান বলেন,  


promotional_ad

'সানরাইজার্সের হয়ে একজন বা দুইজন খেলোয়াড়ের চলে যাওয়ার কথা। যদি চলে যায় তাহলে তার খেলার সম্ভাবনা আছে। আর যদি ম্যাচ খেলতে পারে সেটা সাকিব আমাদের উভয়ের জন্যই ভালো।'


এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচে হায়দ্রাবাদের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব। এরপর থেকে টিম কম্বিনেশনের কারণে দলে আর জায়গা হয়নি তাঁর। এমতাবস্থায় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন সাকিবকে ফিরিয়ে আনা হবে দেশে। এই লক্ষ্যে চিঠি দেয়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি,  


‘আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে। এখনই চিঠিটা দিয়ে দিতে। তারপর দেখা যাক, সে কী সাড়া দেয়! আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে, সে আমাদের ক্যাম্পে আসবে কী আসবে না, এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে, ক্যাম্প শুরু হচ্ছে, ওকে চিঠি দেওয়া দরকার যেন সে যোগ দিতে পারে', বলেন পাপন। 


তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অংশ নিতে হায়দ্রাবাদ শিবির ছাড়ার কথা রয়েছে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর। সেক্ষেত্রে সাকিবের সুযোগ থাকবে একাদশে ফেরার। আর সেই কারণে ভারত থেকেই সরাসরি আয়ারল্যান্ডে দলের সাথে যোগ দিবেন তিনি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball