promotional_ad

প্রস্তুতি ম্যাচেও ওপেনিং ব্যর্থতায় বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্কোরঃ


জিম্বাবুইয়ানস- ১৭৮ অল আউট, ৪৫.২ ওভার। হ্যামিল্টন মাসাকাদজা (১০২), এবাদত হোসেন (১৯/৫)


বাংলাদেশঃ ১৫/১ ৬ ওভার। ফজলে রাব্বি ১*, সৌম্য সরকার ৪*


বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাত্র ১৭৮ রানেই গুটিয়ে গিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ১৭৯ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বিসিবি একাদশ। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের স্কোর ১ উইকেট হারিয়ে ১৫ রান।


ওপেনিং ব্যর্থতাঃ


promotional_ad

প্রস্তুতি ম্যাচেও ওপেনাররা ভালো শুরু এনে দিতে পারেন নি। ইনিংসের শুরুতেই রান আউটের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন মিজানুর রহমান। ৮ রান আসে তাঁর ব্যাট থেকে। বর্তমানে সৌম্য সরকার এবং ফজলে রাব্বি মিলে দলের হাল ধরার চেষ্টায় আছেন। 


জিম্বাবুয়ের ইনিংসঃ 


সকাল সাড়ে নয়টায় টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে ২৮ বল আগেই ১৭৮ রানে অলআউট হয়ে গিয়েছে হ্যামিল্টন মাসাকাদজার দল। তবে দলকে বলতে গেলে এদিন প্রায় একাই টেনেছেন অধিনায়ক মাসাকাদজা।


দলের অন্যান্য ব্যাটসম্যানেরা আশা যাওয়ার মধ্যে থাকলেও বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে হাঁকিয়েছেন দুর্দান্ত একটি শতক। তাঁর ১০২ রানের ইনিংসটি ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান এসেছে অলরাউন্ডার এল্টন চিগুম্বুরার ব্যাট থেকে। বাকি আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছুতে পারেননি। 


জিম্বাবুইয়ানদের ব্যাটিংয়ে ধ্বস নামানোর পেছনে সবথেকে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বিসিবি একাদশের পেসার এবাদত হোসেন। ৯ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় একাই ৫ উইকেট শিকার করেছেন তিনি।


আর ৭.২ ওভার বোলিং করে ৩২ রানে ৩ উইকেট নিয়ে এবাদতকে দারুণ সঙ্গ দিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন মোহর শেখ এবং ইমরান আলি। 


বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ- 


সৌম্য সরকার (অধিনায়ক), ফজলে মাহমুদ, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন, জাকির হাসান (উইকেটরক্ষক), আরিফুল হক, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসিন আরাফাত, এবাদত হোসেন, ইমরান আলি, নাইম হাসান, মোহর শেখ।   


জিম্বাবুইয়ানস- 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর (উইকেটরক্ষক), এল্টন চিগুম্বুরা, তারিসাই মুসাকান্দা, কাউল জারভিস, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা, জন নাইউম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, সলোমন মিরে, ব্র্যান্ডন মাভুটা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball