promotional_ad

সৌম্য-মমিনুলদের ফেরার সামর্থ্য আছেঃ রোডস

স্টিভ রোডস
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


এশিয়া কাপের দলে ডাক পেয়েও ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মমিনুল হক। বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডসের বিশ্বাস দল থেকে বাদ পড়েও তারা হতাশ হবে না। তাদের জাতীয় দলের ফেরার সামর্থ্য রয়েছে।


"যখন ক্রিকেটাররা দল থেকে বাদ পড়ে, তাঁরা একাকী এবং হতাশ হয়ে পড়ে। তাঁরা নিজেদেরকে অবহেলিত মনে করে। আমরা সৌম্য এবং মমিনুলের কাছ থেকে এমনটি আশা করি না যারা কোয়ালিটি ক্রিকেটার। তাঁদের আবারও দলে ফেরার সামর্থ্য রয়েছে"


promotional_ad

এশিয়া কাপের দলে ছিলেন আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও। তিনিও নেই জিম্বাবুয়ে সিরিজের দলে। তবে বাদ পড়া ক্রিকেটারদের জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ করে দিয়েছে বিসিবি।


শুক্রবার জিম্বাবুয়ে দলের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচে নজর থাকবে বাংলাদেশ দলের প্রধান কোচেরও। ঘরোয়া ক্রিকেটে সৌম্যর দুর্দান্ত পারফর্মেন্সে দারুণ আনন্দিত স্টিভ রোডস।


"মোসাদ্দেকও বাদ পড়েছে। আমি অনুশীলন ম্যাচে থাকব। আমি সন্তুষ্ট হয়েছি যে সৌম্য এনসিএলে দুটি ৭০ রানের ইনিংস খেলেছে এবং ৫ উইকেট পেয়েছে। এই সময়টি ছিল দারুণ। আমি তাঁর সাথে যোগাযোগ রেখেছিলাম। সে এমন ধরণের একজন ক্রিকেটার যে কিনা আমাদের কিছু ক্রিকেটারকেও প্রলুব্ধ করতে সক্ষম।"


জাতীয় দলে জায়গা ফিরে পেতে তাদের পারফর্মেন্স করে যাওয়ার পরামর্শ দিয়েছেন টাইগার কোচ, "তাঁদেরকে (সৌম্য, মমিনুল, সৈকত) পারফর্ম করে যেতে হবে এবং যারা পারফর্ম করতে পারবে না পরবর্তীতে তাঁদের জায়গায় তাঁরা খেলতে পারবে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball