সাকিব-তামিমের ইনজুরি 'ছদ্মবেশে আশীর্বাদ'
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ইনজুরিকে বাংলাদেশ দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন হেড কোচ স্টিভ রোডস। তাঁর মতে, এই দুজনের ইনজুরি ছদ্মবেশে আশীর্বাদ হিসেবে কাজ করবে দলের জন্য। এই দুই তারকা ক্রিকেটারের অনুপস্থিতি বাকিদেরকে বড় সুযোগ করে দিয়েছে নিজেদেরকে প্রমাণ করার।
এর এই সিরিজ দিয়েই স্কোয়াডের শক্তিমাত্তাও প্রমাণ হবে বলে জানিয়েছেন তিনি। একাদশে জায়গা করে নেয়ার জন্য সবসময়ই প্রতিযোগিতা থাকে সবার মাঝে। আর একাদশে জায়গা পেতে হলে সবাইকে সেরাটাই দিতে হয়। তিনি এই প্রতিযোগিতার গভীরতা দেখতে চান।

'আমি এই বিষয়টিকে আসলে ইতিবাচকভাবেই দেখছি। এটি অন্যান্য ক্রিকেটারদের সুযোগ করে দিবে। সেই ক্রিকেটাররা যদি তাদের সুযোগ কাজে লাগাতে পারে, তাহলে আমাদের স্কোয়াডের শক্তিমত্তা প্রমাণিত হবে।
যেখানে প্রতিযোগিতা থাকে, সেখানে মানুষ সবসময়েই তাদের সেরাটা দেয়ার চেষ্টা করে। এটি স্বাস্থ্যকর (প্রতিযোগিতা) ব্যাপার, আমরা এর গভীরতাই (সেরা দেয়ার) চাইছি।'
সাকিব আল হাসানের ইনজুরিতে স্কোয়াডে ডাক পেয়েছেন ৩০ বছর বয়সী ফজলে রাব্বি। ১৪ বছর ঘরোয়া ক্রিকেট খেলে সুযোগ পাওয়া রাব্বির সামনে বড় সুযোগ সাকিবের বিকল্প হিসেবে সুযোগ পেয়ে দলে জায়গা পাকা করে নেয়ার।
সেই সঙ্গে তামিম ইকবালে জায়গায় ওপেন করার সুযোগ থাকছে বেশ কয়েকজন ক্রিকেটারের। তারাও চাইবেন এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদেরকে প্রমাণ করতে। আর দলে জায়গা পাকা করার এই প্রতিযোগিতাকেই ইতিবাচক হিসেবে দেখছেন হেড কোচ।