স্পিন পরীক্ষা দিতে প্রস্তুত জিম্বাবুয়ে

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করসপন্ডেন্ট ||
বাংলাদেশের স্পিনাররা বিশ্বমানের আর তাঁদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে জিম্বাবুয়েকে। ওয়ানডে সিরিজ শুরুর পূর্বে কথাটি পরিষ্কার ভাবেই জানিয়ে দিলেন সফরকারী দলের পেসার কাইল জার্ভিস।
তবে টাইগার স্পিনারদের বিপক্ষে সম্পূর্ণ প্রস্তুত হয়েই মাঠে নামবে জিম্বাবুয়ে। এমনকি কিভাবে মিরাজদের বিপক্ষে খেলবেন সেটা নিয়েও পরিকল্পনা সাজিয়েছেন তাঁরা।

'অবশ্যই আপনি যখন বাংলাদেশে আসবেন তখনই আপনাকে টার্নিং পিচে বিশ্বমানের স্পিনারদের মুখোমুখি হতে হবে। আমাদের এই ব্যাপারটি মাথায় আছে এবং তাদের বিরুদ্ধে খেলার জন্য পরিকল্পনাও আছে।'
এদিকে ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছেনা তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের। আর এই দুজনের অনুস্পস্থিতি জিম্বাবুয়ের জন্য ভালো বলে জানিয়েছেন জার্ভিস।
সেই সঙ্গে সাকিব আল হাসানকে বিশ্বসেরা বলে আখ্যায়িত করেছেন তিনি। সাকিবের বোলিংয়ের বিপক্ষেও পরীক্ষা দিতে হবেনা তাঁদের যেটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই পেসার।
'অবশ্যই সাকিব এবং তামিম না থাকাটা আমাদের জন্য সুবিধার হবে। সাকিব বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সুতরাং এটি আমাদের জন্য ভাল।'