বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মরগ্যানের ব্যাটে জিতল ইংল্যান্ড

ছবি: বেন স্টোকস ও ইয়ন মরগান

|| ডেস্ক রিপোর্ট ||
পাল্লেকেল্লেতে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ২১ ওভারে। আগে ব্যাট করে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। সেই লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে ইংল্যান্ড।
এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজের ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল। এদিকে, লঙ্কানদের দেয়া ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৮ রানেই ওপেনার বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড।

তিনি ৪ রান করে আপন্সোর শিকার হয়েছেন। এরপর ইংলিশ অধিনায়ক জো রুটও বেশিক্ষণ থাকতে পারেননি। তিনি ৮ রান করে বোল্ড হয়েছেন একই বোলারের বলে। তৃতীয় উইকেটে জেসন রয়কে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন ইয়ন মরগ্যান।
৪১ রান করা রয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন ধনঞ্জয়া। বাকি সময়টা দেখে শুনে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মরগ্যান ও স্টোকস। মরগ্যান ৫৮ ও স্টোকস ৩৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। দুই ওপেনার ডিকওয়েলা ও সামারাবিক্রমা ওপেনিংয়ে যোগ করেন ৫৭ রান। এরপর ডিকওয়েলা ৩৬ রান করে সাজঘরে ফিরলে শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়া।
সামারাবিক্রমা আউট হয়েছেন ৩৪ রান করে। মিডেল অর্ডারে অধিনায়ক চান্দিমাল ৩৪ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ দিকে শানাকা ২১ রান করলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতা।
ইংল্যান্ডের হয়ে ৪ টি উইকেট নিয়েছেন আদিল রশিদ। ৩ টি উইকেট গেছে টম কুরানের ঝুলিতে। শ্রীলঙ্কার দুইজন ব্যাটসম্যান রান আউটের শিকার হয়ে।