promotional_ad

টি-টুয়েন্টি অভিষেক হচ্ছে আরব আমিরাতের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাত। বুধবার সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছ এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


আগামী ২২ অক্টোবর (সোমবার) দুই দল আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে। মূলত পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতেই এই ম্যাচ খেলবে অজিরা।


promotional_ad

পূর্ণ আন্তর্জাতিক মর্যাদা পাওয়ার পর এবারই প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আরব আমিরাত। দলটি আইসিসির টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে অবস্থান করছে।


এদিকে ইসিবির প্রধান নির্বাচক জায়েদ আব্বাস আইসিসির কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তাছাড়া শেখ আবু জায়েদ স্টেডিয়ামকে আন্তর্জাতিক টি-টুয়েন্টি স্টেডিয়ামের মর্যাদা দেয়ায় দারুণ আনন্দিত তারা।


"আমরা দারুণ আনন্দিত এই অবস্থায় এই সূচি ঘোষণা করতে পেরে এবং আমরা আইসিসির কাছে অনেক কৃতজ্ঞ তাদের সাহায্যের জন্য ও স্বল্প সময়ের মধ্যে আবিধাবি ওভালকে আন্তর্জাতিক মর্যাদা দেয়ার জন্য।"


পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়েই সিরিজের মাঝ পথে আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের সূচি প্রকাশের পর পাকিস্তান-অস্ট্রেলিয়া দুই দলকেই ধন্যবাদ জানিয়েছে ইসিবি।


'আমরা অস্ট্রেলিয়াকে সুযোগটিকে ইতিবাচক ভাবে নেয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই এবং বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তারা হোম সিরিজে আরব আমিরাত সফরে অস্ট্রেলিয়াকে এই ম্যাচের ম্যাচের অনুমতি দেয়ায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball