স্পিনারদের দাপটে কেটেছে আবু ধাবির প্রথম দিন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আয়োজিত পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন কেটেছে স্পিনারদের দাপটে। প্রথম দিনে দুই দলের বোলারদের নেয়া ১২ উইকেটের মাঝে সাত উইকেটই শিকার করেছে স্পিনাররা।
মঙ্গলবার টস ভাগ্যে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক পাকিস্তান। শুরুতেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন অজি বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজকে মাত্র চার রানে সাজঘরে ফেরান তিনি।
কিন্তু টেস্টে অভিষেক হওয়া পাকিস্তানি ওপেনার ফখর জামান ছিলেন দুর্দান্ত। তিনে নামা আজহার আলির সাথে জুটি গড়তে চেয়েছিলেন তিনি। তাঁকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি আলি। ১৫ রান করে অজি স্পিনার নাথান লায়নের বলে ক্যাচ এন্ড বোল্ড হয়ে ফিরে যান তিনি।
একই ওভারে গত ম্যাচের আরেক শতক হাঁকানো ব্যাটসম্যান হারিস সোহেলকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে পাকিস্তান দুর্গে দুশ্চিন্তার ছাপ ফেলে দেন লায়ন। দলীয় ২২ ওভারে আবারও এই অজি স্পিনারের শিকার হন পাকিস্তানি দুই মিডেল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক এবং বাবর আজম।
দুই ব্যাটসম্যানের একজনকেও রানের খাতা খুলতে দেন লায়ন। ভেঙ্গে দিয়েছিলেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়ে এক পা খাঁদে পড়ে গিয়েছিল পাকিস্তানের। কিন্তু এক প্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার ফখর, আর দেখছিলেন সতীর্থদের আসা যাওয়ার মিছিল।
সাতে নেমে তাঁর সাথে খাঁদ থেকে পাকিস্তানকে তুলে ধরতে ব্যাট হাতে অনন্য ভূমিকা পালন করেন অধিনায়ক সরফরাজ আহমেদ। ১৫৭ রানের জুটি গড়েন দুই জনে। ফখরকে ৯৪ রানে লেগ বিফরের ফাঁদে ফেলে সাজগরে ফিরিয়ে দুই ব্যাটসম্যানের গড়ে ওঠা জুটি ভাঙ্গেন অজি তরুণ লেগ স্পিনার মার্নাস লাবুসাগনে।

ফখরের ফিরে যাওয়ার পর ব্যাটিংয়ে নামা বিলাল আসিফকে ১২ রানে ফেরান লাবুসাগনে। পাকিস্তানি অধিনায়ক সরফরাজও ৯৪ রানে আউট হয়েছেন এই লেগ স্পিনারের জাদুতে। এরপর ইয়াসির শাহ্, মোহাম্মদ আব্বাসদের সল্প কিছু রানে অবশেষে ৮১ ওভার খেলে ২৮২ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
অজিদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন লায়ন। আর তরুণ লেগ স্পিনার লাবুসাগনে নিয়েছেন তিন উইকেট।
দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমেছিল অজিরা। ব্যাটিং করতে নেমেই হোঁচট খায় তাঁরা। মোহাম্মদ আব্বাসের বোলিংয়ে ২০ রানে দুই উইকেট হারায় সফরকারী দল। প্রথম টেস্টের সেরা খেলোয়াড় উসমান খাওয়াজাকে তিনে রানে এবং দিনের শেষ বলে নাইট ওয়াচম্যানের দায়িত্বে নামা পিটার সিডলসকে চার রানে ফেরান আব্বাস। অজি ডানহাতি ওপেনার অ্যারন ফিঞ্চ ১৩ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টস- পাকিস্তান
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ২৮২/১০ (ফখর ৯৪, সরফরাজ ৯৪); লায়ন ৪/৭৮, লাবুসাগনে ৩/৪৫।
অস্ট্রেলিয়া প্রথম ইন্নিংসঃ- ২০/২ (ফিঞ্চ ১৩*); আব্বাস ২/৯
পাকিস্তান একাদশঃ-
আজহার আলি, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বিলাল আসিফ, ইয়াসির শাহ, মির হামজা।
অস্ট্রেলিয়া একাদশঃ-
উসমান খাওয়াজা, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মিচেল মার্শ, ট্রাভিস হেড, মার্নাস লাবুসাগনে, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, পিটার সিডল, ন্যাথান লিয়ন, জন হল্যান্ড।