অস্ট্রেলিয়া সফরে নেই হাশিম আমলা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে খেলা হচ্ছেনা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলার। আঙ্গুলের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে না উঠায় তাকে দলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
যদিও আসন্ন সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। তবে দল ঘোষণা করার আগেই আমলাকে দলে না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হেড কোচ ওটিস গিবসন।

'নির্বাচক কমিটির কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে আমলার সঙ্গে আলাপ করেছি। আমরা তাঁকে আরও সময় দিতে চাই সেরে ওঠার জন্য। যেন আসন্ন মৌসুমের আগে সে নিজেকে পুরোদমে প্রস্তুত করেই মাঠে ফিরতে পারে।'
মূলত আসন্ন বিশ্বকাপ এবং ঘরের মাঠে আসন্ন ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই আমলাকে নিয়ে কোন ধরণের ঝুকি নিতে নারাজ দক্ষিণ আফ্রিকা । সব কিছু বিবেচনা করেই ডানহাতি ব্যাটসম্যানকে আরও সময় দিচ্ছে প্রোটিয়া টিম ম্যানেজম্যান্ট।
সর্বোশেষ চার বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজেই আমলা এবং ডি-কককে ওপেনার হিসেবে দায়িত্ব তুলে দিয়েছিল প্রোটিয়া টিম ম্যানেজম্যান্ট।
আগামী মাসের ৪ তারিখ মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুটি ওয়ানডে হবে ৯ এবং ১১ই নভেম্বর। আর ১৭ তারিখ সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে লড়বে দু'দল।