promotional_ad

জিম্বাবুয়ে সিরিজে অঘটনের ভয় রুবেলের

রুবেল হোসেন
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ে সফরকে হালকা ভাবে নিচ্ছে না বাংলাদেশ। উঁকি দিচ্ছে অঘটনের ভয়ও। দলের শীর্ষ খেলোয়াড়রা ইনজুরিতে ফলে একটি অঘটনই বড় চাপ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ দলের জন্য। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই শঙ্কার কথা জানিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন।


"আল্লাহ না করুক কোন অঘটন ঘটে গেলে গেলে একটা বাড়তি চাপ আসবে বা আসতে পারে। তো আমার মনে হয় এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। তো আমার মনে হয় আমাদের সবাইকে ভাল পারফরম্যান্স করতে হবে।"


promotional_ad

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের অবস্থান ৭ নম্বরে। আর জিম্বাবুয়ে রয়েছে ১১ নম্বরে। তাই আসন্ন এই সিরিজে রেটিং পয়েন্ট খোয়ানোর বড় সম্ভাবনা আছে বাংলাদেশের। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের সাথে হারলে র‍্যাঙ্কিংয়ে বড় প্রভাব পড়ে।


তবে, তবে রুবেল জানিয়েছেন ভয়টা পয়েন্ট হারানো নিয়ে নয়। নিজেদের পারফর্মেন্স ভাবাচ্ছে রুবেলকে। সাকিব তামিম ছাড়া দলের টপ অর্ডার টানা ব্যর্থ হয়েছে। অবশ্য স্বপ্ন দেখাচ্ছে বোলারদের পারফর্মেন্স।


"পয়েন্ট খোয়ানোর বিষয় না। জিম্বাবুয়ের সাথে খেলা হলে আমাদের চাপ থাকে হালকা। কারণ জিম্বাবুয়ে হয়তো বা আপনি যদি ওদের বর্তমান পারফরম্যান্স দেখেন ও আমাদের বর্তমান পারফরম্যান্স দেখেন।"


আগামী ১৬ অক্টোবর তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরু হবে ১৫ অক্টোবর। ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে।


এরইর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে—২৪ ও ২৬ অক্টোবর। ৩ নভেম্বর থেকে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১১ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball